• কর্মসংস্থানের জন্য বিশেষ পোর্টাল, পাহাড়ের ছেলেমেয়েদের জন্য একাধিক বড় ঘোষণা মমতার
    আজ তক | ১৩ নভেম্বর ২০২৪
  • পাহাড়ের যুবসমাজের কর্মসংস্থানে সরকারের তরফ থেকে বিশেষ পদক্ষেপ হিসেবে একটি পোর্টাল চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার দার্জিলিংয়ে জিটিএ-র (গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন) সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পাহাড়ের প্রতিভাবান ছেলেমেয়েদের কর্মসংস্থানের জন্য পোর্টাল চালুর পাশাপাশি ৪টি স্কিল সেন্টার স্থাপন করা হবে, যেখানে প্রশিক্ষণের মাধ্যমে যুবদের কর্মসংস্থানের উপযোগী করে তোলা হবে।

    এদিনের বৈঠকে পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের ঘোষণাও করেছেন মমতা। রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্বাসন ও উন্নয়নের কাজের উপর বিশেষ নজর দিচ্ছে সরকার। তিনি প্রশাসনের সঙ্গে আলোচনা করে সম্প্রতি পাহাড়ে ঘটে যাওয়া ধস ও বন্যার পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট উন্নয়নমূলক পদক্ষেপের বিষয়ে খোঁজখবর নেন।

    মুখ্যমন্ত্রীর এই ঘোষণা পাহাড়ের জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে। তিনি বলেন, 'পাহাড়ে অনেক প্রতিভাবান যুবক-যুবতী রয়েছে। তাঁদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকারিভাবে পোর্টাল চালু করা হবে, যাতে তাঁরা তাঁদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কর্মক্ষেত্রে আবেদন করতে পারেন।'

    এছাড়া তিনি বলেন, 'রাজবংশী, কামতাপুরী, গোর্খা, পাহাড়ের সকল জনগোষ্ঠী যেন উন্নতির পথে এগিয়ে যেতে পারে, সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই রাজ্য সরকার কাজ করে যাচ্ছে।'

     
  • Link to this news (আজ তক)