• সুপ্রিমো মমতাকে বিস্ফোরক 'রিপোর্ট' অভিষেকের, গোষ্ঠীদ্বন্দ্বে হাতছাড়া ৩ কেন্দ্র!
    ২৪ ঘন্টা | ১৩ নভেম্বর ২০২৪
  • প্রবীর চক্রবর্তী: বিরোধীদের অভিযোগই শুধু নয়, তৃণমূলে ছাপ ফেলেছে গোষ্ঠীদ্বন্দ্ব। এমনই কথা উঠছে। তার জেরেই লোকসভা নির্বাচনের ফলাফলে অন্তত ৩টি আসনে খুব কম ব্য়বধানে হেরেছে দল। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ব্য়বস্থা নেওয়ার সুপারিশ করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি রিপোর্ট পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    চোখের চিকিত্সা করিয়ে ঘরে ফেরার পর থেকে সংগঠনে ফের নজর দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে দলকে গুছিয়ে নিতে কোমর বাঁধার কাজ চলছে ঘাসফুল শিবিরে। পাশাপাশি চলছে দলকে একজোট করার পালাও। বুথভিত্তিক তথ্য নিয়ে  তৈরি করা হয়েছে রিপোর্ট। তৃণমূল সূত্রে খবর সেই রিপোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

    জোড়াফুল শিবির সূত্রে খবর ওই রিপোর্টে উঠে এসেছে দলে গোষ্ঠী কোন্দলের কথা, একাধিক পুরসভার কথা। ঘটনাচক্রে গত লোকসভা ভোটের নীরিখে বহু পুর এলাকায় পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। রিপোর্টে বলা হয়েছে কোনও কোনও পুর এলাকায় চেয়ারম্যানকে বিব্রত করেছেন টাউন সভাপতি। কোথাও বুথের দায়িত্বে থাকা নেতার সঙ্গে সমস্যা রয়েছে খোদ নেতার। এমন সমস্যার মুখে ভোগান্তিতে পড়তে হয়েছে দলকে। বহু জায়গায় খুব অল্প ব্যবধানে হেরেছে তৃণমূল কংগ্রেস।

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রিপোর্টে উঠে এসেছে বিষ্ণুপুর, পুরুলিয়া, বালুরঘাটের মতো আসনের কথা। পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাত জিতেছেন ১৭ হাজার ০৭৯ ভোটে। বিষ্ণুপুর বিজেপির সৌমিত্র খাঁ জিতেছেন মাত্র ৫ হাজার ৫৬৭ ভোটে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাটে জিতেছেন ১০ হাজার ৩৮৬ ভোটে। এই হারের দায় সবাইকে নিতে হবে বলেও বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গোষ্ঠীকোন্দল কড়া হাতে দমন করতে দলনেত্রীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছেন অভিষেক। কয়েকজন নেতা সমস্যা তৈরি করবেন আর তার ফল ভোগ করবে দল, এটা যে হবে না তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই লক্ষ্যেই এই রিপোর্ট। এবার উপ নির্বাচন মিটলেই সংগঠনে দলে বড়সড় রদবদল হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

  • Link to this news (২৪ ঘন্টা)