• নবদ্বীপে জোড়া বাঘের উপর অধিষ্ঠিতা রাসের গৌরাঙ্গী মাতা
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপের রাসের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিমা জোড়া বাঘ গৌরাঙ্গী মাতা। এম এম চণ্ডীদাস রোডের ব্যানার্জিপাড়ার এই পুজো প্রায় ২০০বছরের প্রাচীন। এখানে দেবী জোড়া বাঘের উপর অধিষ্ঠিতা। রণংদেহি মূর্তি। তাঁর পদতলে রয়েছে মহিষের মাথা। শুরুর দিকে এই পুজোয় দেবীর দু’পাশে জয়া-বিজয়ার মূর্তি থাকত। এখন দেবীর ডানদিকে থাকেন লক্ষ্মী, বাঁদিকে সরস্বতী। ১২ হাত উঁচু দেবীপ্রতিমার আটটি হাত। প্রতিটি হাত অস্ত্রে সুসজ্জিত থাকে। সামনের দুই হাতের মধ্যে ডানহাতে তলোয়ার ও বাঁ হাতে ঢাল থাকে। অন্যান্য হাতে তীর-ধনুক, টাঙ্গি, শঙ্খ, চক্র, গদা, পদ্ম সহ নানা অস্ত্র থাকে। দেবীকে শোলার সাজে সাজানো হয়। এই দেবীর পুজো শুরুর আগে মণ্ডপে বুড়ো শিবের পূজা হয়। তারপর তন্ত্রমতে গৌরাঙ্গী মাতার পুজো শুরু হয়। দেবীর ভোগে ফলের পাশাপাশি খিচুড়ি, বিভিন্ন ভাজা, পঞ্চব্যঞ্জন, পরমান্ন দেওয়া হয়। প্রথম থেকেই দেবীর উদ্দেশে চালকুমড়ো, আখ ও কলা বলি দেওয়া হয়। পুজো শেষে এলাকাবাসীর মধ্যে প্রসাদ বিলি করা হয়। রাসপূর্ণিমার দিন সকাল থেকে স্থানীয় মহিলারা উপবাস থেকে পুজোর আয়োজন করেন। দেবীর কাছে তাঁরা অঞ্জলিও দেন। পুজো কমিটির যুগ্ম সম্পাদক আশিস সাহা ও প্রবীর ঘোষ বলেন, এই এলাকার পণ্ডিতসমাজ পুজো শুরু করেছিল। পুজোর দিন সকালে প্রথমে উপোস করা মহিলারা শিবের পুজো করেন। তারপর গৌরাঙ্গী মাতার পুজো শুরু হয়। গৌরাঙ্গী মাতা পুজো কমিটির সভাপতি প্রভাতকুমার গড়াই বলেন, নিয়মনিষ্ঠার সঙ্গে সুশৃঙ্খলভাবে পুজো হয়ে আসছে। অসংখ্য দর্শনার্থী এই দেবীকে দেখতে ভিড় করেন। • নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)