• ঘাটাল মহকুমার দুই পড়ুয়ার রাজ্য স্কুল যোগাসনে সাফল্য
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মহকুমার দুই স্কুল পড়ুয়া দীপাঞ্জন জানা ও কেয়া দাস রাজ্য ও জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় অনবদ্য কৃতিত্বের পরিচয় দিচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত ৬৮তম পশ্চিমবঙ্গ রাজ্য স্কুল গেমসে যোগাসন প্রতিযোগিতায় এরা সাফল্য অর্জন করেছে। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের ২৩টি জেলা থেকে অসংখ্য প্রতিযোগী অংশ নিয়েছিল। ঘাটাল মহকুমা থেকে অংশগ্রহণকারী আটজনের মধ্যে দীপাঞ্জন ও কেয়া স্বর্ণপদক অর্জন করে জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছে। দীপাঞ্জন দাসপুর-২ ব্লকের কেশবচক দেশগৌরব হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। ওই স্কুলের টিআইসি তারকেশ্বর ঘোষ বলেন, ‘দীপাঞ্জন আর্টিস্টিক এবং ট্রাডিশনাল বালকদের পৃথক বিভাগে দু’টি স্বর্ণপদক পেয়ে আমাদের স্কুলের সুনাম বৃদ্ধি করেছে।’ অপরদিকে, বরুণা সৎসঙ্গ হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী কেয়া বালিকা বিভাগের ট্রাডিশনাল যোগায় প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করেছে এবং দলগত বিভাগে রৌপ্যপদক পেয়েছে বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দীপাঞ্জনের প্রশিক্ষক বাপন মান্না ও বাসন্তী মান্না বলেন, ‘ওর মধ্যে যোগার প্রতি প্রচণ্ড ভালোবাসা রয়েছে, যা তাকে বারবার সাফল্যের শীর্ষে পৌঁছে দেয়।’ কেয়ার প্রশিক্ষক তন্ময় মাইতি জানান, ছোট থেকেই কেয়া অসাধারণ যোগা করে আসছে, আন্তর্জাতিক স্তরে সফল হওয়ার লক্ষ্য নিয়েই সে এগচ্ছে।


    প্রসঙ্গত, এবছরের জুন মাসেও দীপাঞ্জন ও কেয়া জাতীয় স্তরে কৃতিত্ব দেখিয়েছে। কর্ণাটকের মাইশোরে এনসিইআরটি আয়োজিত জাতীয় যোগা অলিম্পিয়াডে দীপাঞ্জন মিডল স্টেজ গ্রুপে এবং কেয়া সেকেন্ডারি স্টেজ গ্রুপে স্বর্ণপদক অর্জন করে। এই প্রতিযোগিতায় বাংলা থেকে ১৫টি স্কুলের ১৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। দীপাঞ্জনের মা দিপালী জানা এবং কেয়ার মা সবিতা দাস প্রতিটি প্রতিযোগিতায় সন্তানদের পাশে থেকে তাঁদের সহায়তা করেন। এই দুই মায়ের ত্যাগ ও পরিশ্রম ঘাটালের ক্রীড়াঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
  • Link to this news (বর্তমান)