নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলাতেও ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের ট্যাবের টাকা হ্যাক হয়ে যাওয়ার অভিযোগ উঠল। এরফলে সমস্যায় পড়েছে জেলার ২৭টি স্কুলের ১৬৫ জন ছাত্রছাত্রী। এনিয়ে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শিক্ষাদপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, ট্যাব কেনার টাকা ভিন রাজ্যের বিভিন্ন অ্যাকাউন্টে চলে গিয়েছে। বিভিন্ন স্কুলের তরফে সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জেলা বিদ্যালয়ের পরিদর্শক ( মাধ্যমিক) স্বপন সামন্ত সংবাদমাধ্যমে বলেন, আমরা বিষয়টি শিক্ষাদপ্তরকে জানিয়েছি। আমরা তাঁদের অর্ডার পাওয়ার অপেক্ষায় আছি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটাল মহকুমায় খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির উচ্চ মাধ্যমিক স্কুলের ৪২ জন পড়ুয়ার অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ঢোকেনি। সেই টাকা চলে গিয়েছে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর সহ বিভিন্ন এলাকার নানা অ্যাকাউন্টে।
স্কুলের প্রধান শিক্ষক গৌতমকুমার জানা বলেন, বেশকিছু পড়ুয়ার টাকা ঝাড়খণ্ড রাজ্যের বেশকিছু অ্যাকাউন্টে ঢুকেছে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। কীভাবে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকল তা বুঝতে পারছি না।