সংবাদদাতা, ঘাটাল: গ্রামপঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি স্বসহায়ক গোষ্ঠীর ‘অনিয়ম’ চলছে। ঋণদানের বিষয়ে ওঠা অনিয়মের তদন্ত করে স্বসহায়ক দলের সদস্যদের বৈধভাবে ঋণদানের দাবি তুলে স্মারকলিপি দিল সারা ভারত কৃষকসভা সহ সিপিএমের কয়েকটি শাখা সংগঠন। মঙ্গলবার ঘাটাল ব্লকের মনোহরপুর-২ গ্রামপঞ্চায়েতের প্রধানের কাছে ওই স্মারকলিপি দেওয়া হয়। সিপিএমের ঘাটাল পূর্ব এরিয়া কমিটির সম্পাদক সমীর হাজরা বলেন, ‘ওই গ্রামপঞ্চায়েত এলাকার স্বসহায়ক গোষ্ঠীতে বেশ কয়েক লক্ষ টাকার অনিয়ম হয়েছে। অথচ ওই বিষয়ে গ্রামপঞ্চায়েত প্রধান উদাসীন। আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই।’ এছাড়াও এলাকার সমস্ত জল নিকাশি নালাগুলির সংস্কার, কৃষিজমির জলঘেরী বাঁধগুলির সংস্কার, আবাস যোজনায় গরিবদের পাকা বাড়ি তৈরি, কৃষকদের শস্যবিমা টাকা দেওয়া, জব কার্ডের বকেয়া মজুরি সহ বেশ কয়েকটি দাবি ছিল।
গ্রামপঞ্চায়েত প্রধান মৌসুমী ঘাঁটি সামন্ত জানান, তাঁরা স্মারকলিপিটি পেয়েছেন। যে দাবিগুলি স্থানীয় ইস্যুর ভিত্তিতে রয়েছে, সেগুলি তাঁরা গুরুত্ব দিয়ে দেখবেন।