• জাল আধার কাণ্ডে ধৃতদের পুলিস হেফাজত
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, নকশালবাড়ি: জাল আধারকার্ড কাণ্ডে গ্রেপ্তার দুই অভিযুক্তের পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রসঙ্গত, গত শুক্রবার সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের খবর মারফত নকশালবাড়ির এসডিপিও নেহা জৈনের নেতৃত্বে খড়িবাড়ি থানার পুলিস যৌথ অভিযান চালায় বাতাসিতে। সোনাই সরকার নামে সাইবার ক্যাফের এক মালিককে গ্রেপ্তার করে পুলিস। যে সাইবার ক্যাফের আড়ালে জাল আধারকার্ডের কাজে চলছিল বলে অভিযোগ। এরপর তাকে পুলিস হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে দু’জনের খোঁজ পায়। সোমবার জলপাইগুড়ি থেকে অজয় প্রসাদ ও প্রদীপ রায়কে পুলিস গ্রেপ্তার করে। প্রথমজন জলপাইগুড়ির, অপরজন হলদিবাড়ির বাসিন্দা। পুলিসের এক তদন্তকারী অফিসার বলেন, বাতাসির যুবকের সঙ্গে ওই দু’জন যুক্ত রয়েছে। এরা বিভিন্ন নথি জাল করত। এদিকে তদন্তের খাতিরে এনিয়ে বিস্তারিত কোনও মন্তব্য করতে চাননি নেহা জৈন। তিনি বলেন, তদন্ত প্রাথমিক পর্যায় রয়েছে। কার্শিয়াংয়ের অতিরিক্ত পুলিস সুপার অভিষেক রায় বলেন, বাতাসির যুবককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে তিনজনের হদিশ পেয়েছিলাম। দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)