• সোনা পাচারের চেষ্টা ব্যর্থ, ডিআরআইয়ের জালে ধৃত ১
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: প্যান্টে তিনটি চোরা পকেট। তাতে তিনটি সোনার বিস্কুট। গায়ে আলখাল্লা শার্ট। তা দিয়েই ঢাকা প্যান্টের পকেট। এমন অভিনব কৌশলে বাংলাদেশ সীমান্তবর্তী শীতলকুচি থেকে বাসে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েও রক্ষা হল না সোনা পাচারকারীর। তাকে গ্রেপ্তার করে ১ কোটি ৩৫ লক্ষ ৪৮ হাজার ৯৬০ টাকার সোনা উদ্ধার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই)। ধৃতের নাম তাপস সাহা। এনিয়ে দু’মাসে গোয়েন্দারা বেশ কয়েকটি সোনা পাচারের ঘটনা ভেস্তে দিয়েছে। গোয়েন্দাদের সন্দেহ, ঘটনাগুলির সঙ্গে বাংলাদেশে ঘাঁটি গেড়ে থাকা আন্তর্জাতিক সোনা পাচার চক্রের যোগাযোগ রয়েছে। 


    সূত্র মারফত খবর পেয়ে সোমবার সকাল থেকে তারা অভিযানে নামে। গোয়েন্দা সূত্রের খবর, শীতলকুচিতে তাপসের বাড়ি। সংশ্লিষ্ট এলাকা বাংলাদেশ সীমান্তবর্তী। সেখান থেকে তাপস সকালে বাসে ওঠে। মাথাভাঙা হয়ে শিলিগুড়িতে আসছিল। সেখান থেকেই তার পিছু নেওয়া হয়। জলপাইগুড়ির পাহাড়পুরের কাছে তাকে বাস থেকে নামানো হয়। শিলিগুড়ির কলেজ পাড়ায় ডিআরআইয়ের অফিসে পরে আনা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি সোনার বিস্কুট উদ্ধার হয়। সেগুলির মোট ওজন ১ কেজি ৭৪৬ গ্রাম। ডিআরআইয়ের আইনজীবী রতন বণিক বলেন, পাহাড়পুড়ে গোয়েন্দারা চেস করার পর প্রথমে অভিযুক্ত অস্বীকার করে। নোটিস ধরিয়ে তাকে শিলিগুড়িতে ডিআরআই অফিসে নিয়ে আসা হয়। তল্লাশি চালিয়ে তার প্যান্টের চোরা পকেট থেকে তিনটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। সোনা পাচারের অভিযোগ গোয়েন্দাদের কাছে সে কবুল করেছে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ির এসিজেএম আদালতে তোলা হয়। আদালত জামিনের আবেদন খারিজ করে ২৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ডিআরআইয়ের আইনজীবী বলেন, সোনার বিস্কুটগুলি বাংলাদেশ থেকে চোরাপথে এসেছিল। এরসঙ্গে আন্তর্জাতিক পাচার চক্র জড়িত। ধৃতের কাছ থেকে গোয়েন্দারা বেশকিছু নাম পেয়েছে। তা খতিয়ে দেখছেন। 
  • Link to this news (বর্তমান)