• সপ্তাহ খানেকের মধ্যেই ঠান্ডার আমেজ, সম্ভাবনার কথা জানাল আবহাওয়া বিভাগ
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: ক্রমশ নীচে নামছে তাপমাত্রা। আবহাওয়া বেশ মনোরম। তবে শীতের আমেজ পেতে আরও প্রায় এক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। আবহাওয়া বিভাগের এমনই পূর্বাভাস। আপাতত বৃষ্টিরও সম্ভাবনা নেই। গৌড়বঙ্গের তিন জেলাতেই বেশ মৃদু আবহাওয়ায় অনেকটাই স্বস্তিতে আমজনতা। দরদর করে ঘামতে হচ্ছে না। রাতে পাখা চালিয়েও গায়ে হালকা চাদর দিতে হচ্ছে। সব মিলিয়ে হেমন্তের স্নিগ্ধ আবহাওয়া এখন উপভোগ করছে গৌড়বঙ্গ। 


    মালদহের আবহাওয়া বিভাগের পদস্থ আধিকারিক তপনকুমার দাস বলেন, এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এটির মেয়াদ আরও প্রায় তিনদিন। ফলে এখনই তাপমাত্রার পতনের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা রয়েছে। তবে এই ঘূর্ণাবর্ত সরে গেলেই তাপমাত্রা খানিকটা কমবে। ফলে হালকা শীতের আমেজও পাবেন মানুষ। 


    আবহাওয়া বিভাগের ওই আধিকারিক বলেন, এখন সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন ২৫ ডিগ্রির আশেপাশে। তবে ওই ঘূর্ণাবর্ত সরে গেলে দিন সাতেকের মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। ফলে নমনীয় শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।


    হাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমছে। দিনের বেলায় কিছুটা কমেছে আপেক্ষিক আর্দ্রতাও। ফলে শারীরিক অস্বস্তি থেকেও বেশ খানিকটা রেহাই মিলেছে। উত্তুরে ও উত্তর পশ্চিম দিক থেকে বাতাস আসতে আরম্ভ করলে বাতাস আরও খানিকটা শুকনো হবে। ঠান্ডার আমেজও মিলবে। এখন পশ্চিমি ঝঞ্ঝার কারণে বৃষ্টির সম্ভাবনাও নেই। 


    এখনই জেলায় শীত না এলেও আবহাওয়া বেশ উপভোগ্য দক্ষিণ দিনাজপুরেও। ডিসেম্বরেই পরিপূর্ণ শীতের উপস্থিতি টের পাওয়া যাবে দক্ষিণ দিনাজপুর জেলায়।  সকালের দিকে হালকা গরম অনুভূত হচ্ছে জেলাজুড়ে। তবে রাত হলেই ক্রমশ ঠান্ডা হয়ে যাচ্ছে আবহাওয়া। আগামী কয়েকদিন এমন রোদ ঝলমলে মৃদু আবহাওয়া থাকবে বলে বালুরঘাট মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষক কেন্দ্র সূত্রে জানা গিয়েছে। প্রত্যেকদিন গড়ে প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। আগামী কয়েকদিনও এমনই তাপমাত্রা থাকবে বলেই জানিয়েছেন আবহবিদ সুমন সূত্রধর। 


    এদিকে আবহাওয়ায় শীতের আমেজ শুরু হলেও এখনও পুরোপুরি  শীতের অনুভূতি থেকে কিছুটা দূরে উত্তর দিনাজপুর জেলা। নভেম্বরের মাঝামাঝিতে এসেও এখনও দুপুরে কিছুটা ঘাম হচ্ছে। তবে রাতে উষ্ণতা বেশ কিছুটা কম। সিকিম আবহাওয়া দপ্তরের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, রাতের মতো শীত দিনে অনুভব করতে এখনও কয়েকদিন সময় লাগবে। এই সময়টা শীত শুরু হওয়ার প্রাক মুহূর্ত। আপাতত কয়েকদিন বৃষ্টির তেমন কোনও  সম্ভাবনা নেই। মেঘমুক্ত আকাশ। রাতের স্বাভাবিক তাপমাত্রা নিম্নমুখী হলেই শীতের আসল অনুভূতি শুরু হবে। তবে তার দিনক্ষণ এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। রায়গঞ্জের আবহাওয়া পর্যবেক্ষক বিশ্বজিৎ রায়  বলেন, শীত আসতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে। পশ্চিমী ঝঞ্ঝার অনুপ্রবেশ হলেই আবহাওয়ার বদল হবে।
  • Link to this news (বর্তমান)