সংবাদদাতা, নকশালবাড়ি: নেপালের যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার করা হল এক যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম বালিকচাঁদ বণিক। সে দেবীগঞ্জের গৌরাঙ্গজোতের বাসিন্দা। গত ১৮ সেপ্টেম্বর খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ির হাড়িভিটা এলাকার কলাবাগানে এক অজ্ঞাত পরিচিত যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধার করেছিল পুলিস। পরে পুলিস জানতে পারে মৃতার নাম ববিতা রাজবংশী (৩৩)। নেপালের বাসিন্দা ছিলেন।
এরপর মৃতার পরিবার উত্তরবঙ্গ মেডিক্যালে এসে দেহটি শনাক্ত করে খড়িবাড়ি থানায় তিনজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিস সোমবার রাতে খড়িবাড়ি থেকে একজনকে গ্রেপ্তার করে।
জানা গিয়েছে, গত ১৫ সেপ্টেম্বর নেপাল থেকে ভারতে সব্জি কিনতে এসেছিলেন ওই যুবতী। কিন্তু আর নেপালে ফিরে যাননি। মৃতার পরিবারের অভিযোগ, ববিতার সঙ্গে তিনজনের আর্থিক লেনদেন নিয়ে ঝামেলা চলছিল। এর জেরেই ববিতাকে খুন করা হয়েছে বলে সরব হন মৃতার পরিবার। খড়িবাড়ি থানার ওসি মনোতোষ সরকার বলেন, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।