নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অসুস্থ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। জ্বর না-কমায়, সোমবার রাতে শেক্সপিয়র সরণির একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়। দলীয় কাজে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রানিগঞ্জে রয়েছেন। তিনি বলেন, ‘বিমান বসু এখন ভালো আছেন। উদ্বেগের কোনও কারণ নেই। কিছু পরীক্ষা করতে হবে। এখন তো নানা রকমের রোগ হচ্ছে। তাই একেবারে হাসপাতালে ভর্তি রেখে পরীক্ষা করে নেওয়া হচ্ছে।’
৮৪ বছরের বিমানবাবু এখনও রাজ্য-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিছুদিন আগেই সীতারাম ইয়েচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় বক্তব্য রাখতে উত্তরবঙ্গে গিয়েছিলেন বিমানবাবু। সেখান থেকে ফিরেই তিনি জ্বরে পড়েন। ফ্রন্ট চেয়ারম্যানের অসুস্থতার খবর পেয়ে স্বভাবতই উদ্বিগ্ন বাম কর্মী-সমর্থকরা।