• বাদ সাড়ে ৪ লক্ষাধিক নাম, সংশোধনী ১১ লাখের বেশি, প্রকাশিত খসড়া ভোটার তালিকা
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার প্রকাশিত হল খসড়া ভোটার তালিকা। কমিশন প্রকাশিত ওই তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪৪ লক্ষ ৯২ হাজার ৪৫৩। এরমধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৭৮ লক্ষ ৪৫ হাজার ৬৮৯ জন। পাশাপাশি মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৬ লক্ষ ৪৪ হাজার ৯১৭। কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আগের ভোটার তালিকার নিরিখে এবার খসড়া ভোটার তালিকায় ৪ লক্ষ ৫৬ হাজার ৮৫৪ জনের নাম বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি তালিকায় সংশোধনীর সংখ্যা ১১ লক্ষ ২৭ হাজার ৮০। তবে যেহেতু ছয়টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে তাই এই খসড়া তালিকায় ওই ৬ কেন্দ্রের ভোটারদের যুক্ত করা হয়নি। 


    লোকসভা নির্বাচনের আগে কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যের ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৬০ লক্ষ ১০ হাজার ৬। সেই নিরিখে খসড়া তালিকায় ভোটার সংখ্যা অনেকটাই কমেছে। তবে ৬ বিধানসভা কেন্দ্রে ভোটারদের সংখ্যা সংযুক্ত করলে তবেই রাজ্যে প্রকৃত ভোটার সংখ্যা জানা যাবে। ওইসঙ্গে মোট কত সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে সেই তথ্যও উঠে আসবে। খসড়া তালিকা প্রকাশের পর এবার পুরোদমে চলবে তালিকা সংশোধনের কাজ। আগামী জানুয়ারিতে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। 


    কমিশনের এক কর্তার কথায়, ভোটের সময় বাদে অন্যসময় প্রস্তুতির কাজে বিশেষ জোর দেওয়া হয়। ১০০ শতাংশ নির্ভুল তালিকা যাতে প্রকাশ করা যায় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এই ব্যাপারে কমিশনের নির্দেশের কথা সমস্ত জেলাকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। 
  • Link to this news (বর্তমান)