নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: অবশেষে কেন্দ্রীয় স্তরে ‘স্বীকৃতি’ মিলল রাজ্যের ডব্লুবিসিএস আধিকারিকদের। দীর্ঘদিন ধরে অবমাননা এবং কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পর ভিন রাজ্যের নির্বাচনের কাজে ডাকা হল বাংলার অফিসারদের। মঙ্গলবার সকালে শৈলশহরে পায়ে হেঁটে জনসংযোগ পর্ব সারাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখবর জানান। জাতীয় নির্বাচন কমিশন মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ভোট গণনার কাজে রাজ্যের ২৫ জন ডব্লুবিসিএস অফিসারকে চেয়েছে নবান্নের কাছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী যেমন রাজ্যের ‘ওয়ার্ক ফোর্সের’ স্বীকৃতিতে সন্তোষ প্রকাশ করেছেন, তেমনই আবার প্রকাশ করেছেন উষ্মাও। তাঁর কথায়, এতদিন গুরুত্বই দেওয়া হতো না রাজ্যের অফিসারদের। এখন ডাকছে। একসঙ্গে এতগুলো অফিসারকে তুলে নিলে রাজ্যের দৈনন্দিন কাজের তো ক্ষতি হয়! অথচ আমরা যখন চাই, তখন বরাদ্দকৃত আইএএস এবং আইপিএস অফিসার পাঠানো হয় না!
এদিন রিচমন্ড হিলের সরকারি বাসভবন থেকে বেলা ১১টা নাগাদ জনসংযোগ সারতে বেরন মুখ্যমন্ত্রী। রিচমন্ড হিল, রাজভবন, ভানুভক্ত ভবন, গান্ধী রোড হয়ে দুঘণ্টার হাঁটা শেষে ম্যালে পৌঁছন মমতা। যাত্রাপথে বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে সাধারণ মানুষ, পর্যটক, স্থানীয় দোকানদারদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ‘দিদি, দিদি’ ডাক, মোবাইলে মুখ্যমন্ত্রীকে ফ্রেমবন্দি করার হিড়িক শৈলশহরের শীতের পরিবেশে যেন বাড়তি উষ্ণতা জুড়ে দিয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দার্জিলিংয়ে বেড়াতে আসা পর্যটক আর তাঁদের সঙ্গের শিশুদের মধ্যে চকলেট বিলি করেছেন মমতা। শিশুদের কাউকে গাল টিপে আবার কাউকে মাথায় হাত বুলিয়ে আদর করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।