• দেশীয় তথ্যভাণ্ডার তৈরিতে জোর দিচ্ছে সিএসআইআর
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিদেশি তথ্যের উপর নির্ভর করেই চিকিৎসা পরিষেবায় বিভিন্ন প্রয়োগ করা হয় এদেশে। তার প্রধান কারণ, নির্ভরযোগ্য দেশীয় তথ্যের বড়ই অভাব। সেকথা মাথায় রেখেই এবার স্বাস্থ্য সংক্রান্ত দেশীয় তথ্যভাণ্ডার ও সূচক তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় শীর্ষ গবেষণা সংস্থা সিএসআইআর বা কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)।  সোমবার যাদবপুরে সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি’র (আ‌ইআইসিবি) এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী জিতেন্দ্র সিং, সিএসআইআরের ডিজি ডঃ এন কলাইসেলভি প্রমুখ। ছিলেন দেশের বিভিন্ন সিএসআইআর প্রতিষ্ঠানের কর্তা এবং শীর্ষ বিজ্ঞানীরাও। ডঃ কলাইসেলভি বলেন, এ বছর থেকে সিএসআইআর-কোহট নামে কর্মসূচি শুরু হয়েছে। তার প্রধান উদ্দেশ্য হল, ভারতের পক্ষে উপযোগী দেশীয় স্বাস্থ্য তথ্যভাণ্ডার তৈরি করা। প্রাথমিকভাবে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৩৭টি সিএসআইআর গবেষণাগারের কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে সমীক্ষা করছি। তাঁদের সুগার, ব্লাড প্রেশার, লিপিড প্রোফাইল সহ বিভিন্ন স্বাস্থ্য পরিসংখ্যান নথিবদ্ধ করা হবে। তারপর সেগুলি থেকে ভারতীয় আদর্শ স্ট্যান্ডার্ডস তৈরি করার চেষ্টা হবে। সোমবার থেকে যাদবপুরের সিএসআইআর-আইআইসিবি প্রতিষ্ঠানে শুরু হয় মানসিক স্বাস্থ্য নিয়ে দু’দিনের কনক্লেভ। এর আগে সিএসআইআর শুরু করেছিল ‘ওয়ান উইক ওয়ান ল্যাব’ কর্মসূচি। তার সাফল্য দেখে এবার শুরু হয়েছে আরেকটি কর্মসূচি ‘ওয়ান উইক ওয়ান থিম’। 
  • Link to this news (বর্তমান)