• ভুয়ো নিয়োগপত্র নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে! থানায় অভিযোগ
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এত তদন্ত, শিক্ষামন্ত্রীসহ নেতা-মন্ত্রীদের হাজতবাসের পরেও সমস্যা পুরোপুরি মিটছে না। জাল নিয়োগপত্র নিয়ে চাকরিতে যোগদানের চেষ্টা চলেছেই। বৃহস্পতিবার এমনই একজন উপস্থিত হন প্রাথমিক শিক্ষা পর্ষদে! ওই ব্যক্তি দাবি করেন, তাঁর কাছে নিয়োগপত্র রয়েছে। তাঁকে স্কুলে যোগদান করতে দেওয়া হোক। এমন আবদারে অবাক হয়ে যান পর্ষদ কর্তারা। তাঁরা দেখেন ওই ব্যক্তির কাছে থাকা নিয়োগপত্রটি ভুয়ো। একটি ভুয়ো ইমেল আইডি থেকে আসা ইমেলের কপি প্রিন্ট করে নিয়ে তিনি এসেছেন। পর্ষদ বিষয়টি নিয়ে বিধাননগর পূর্ব থানায় তড়িঘড়ি অভিযোগ জানায়। 


    এ নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, আবেদনপত্রটি খতিয়ে দেখার পর বুঝতে পারি সেটি ভুয়ো। সঙ্গে সঙ্গেই পুলিসে লিখিত অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি এরকমই একটি ভুয়ো নিয়োগপত্রের ভিত্তিতে হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। ওই নিয়োগপত্রটিও যে ভুয়ো, পর্ষদ তা আদালতকে অবগত করে। বিচারপতি অবাক হয়ে সেই ব্যক্তিকে প্রশ্ন করেন, কোন সাহসে তিনি ভুয়ো নিয়োগপত্রের ভিত্তিতে চাকরি চেয়ে মামলা করেছেন! তখন সেই ব্যক্তি ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহারের কথা বললেও বিচারপতি তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। সেই তদন্ত চলছে বলে খবর।
  • Link to this news (বর্তমান)