• বেপরোয়া ড্রাইভিং রুখতে মমতার নির্দেশে কাল বৈঠক
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: বেপরোয়া গাড়িচালকদের রেষারেষি থেকে একের পর এক নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় রাশ টানতে আগামী কাল, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) একটি জরুরি বৈঠক ডাকা হল। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বৈঠক ডাকছে রাজ্য নগরোন্নয়ন ও পরিবহণ দপ্তর। বৃহস্পতিবার বিধাননগরের নগরোন্নয়ন ভবনে বৈঠকে থাকবেন মন্ত্রিসভার দুই সদস্য ফিরহাদ হাকিম ও স্নেহাশিস চক্রবর্তী। এছাড়া থাকবেন রাজ্য পুলিসের ডিজি রাজীব কুমার, কলকাতা ও বিধাননগরের পুলিস কমিশনার, বিভিন্ন সরকারি পরিবহণ নিগমের প্রতিনিধি ও বেসরকারি বাস ও অন্য যানবাহন মালিকদের সংগঠনের প্রতিনিধিরা। সূত্রের খবর, জেলার পুলিস সুপারদেরও এই বৈঠকে যুক্ত করা হতে পারে। 


    সোমবার মুর্শিদাবাদ এবং মঙ্গলবার বিধাননগরে বেপরোয়া গাড়ির বলি হয়েছে পাঁচটি নিরীহ প্রাণ। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফোন করেন পরিবহণ মন্ত্রীকে। চালকদের রেষারেষির কারণে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধে কী ব্যবস্থা নিতে হবে, তার নিদানও দেন তিনি। সুত্রের খবর, বেপরোয়া গাড়িচালকদের অনুশাসনে বাঁধতে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। রেষারেষির ফলে এহেন প্রাণহানির ঘটনায় অভিযুক্ত গাড়িচালকদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার চিন্তাভাবনাও শুরু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)