• রাজ্যে ৬ আসনে আজ উপ নির্বাচন, ঝাড়খণ্ডে ভাগ্য নির্ধারণ হেমন্তর, দেশের ২৫ আসনেও ভোট
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা, নয়াদিল্লি ও ঝাড়খণ্ড: অক্টোবরেই শেষ হয়েছে দুই রাজ্যের বিধানসভা নির্বাচন। হরিয়ানা দখল করেছে বিজেপি। কিন্তু জম্মু-কাশ্মীরে ‘ইন্ডিয়া’র সামনে মুখ থুবড়ে পড়েছে। সেই ১-১ ফলের একমাস পেরতে না পেরতেই ফের ভোট। আজ, বুধবার ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা নির্বাচনে ভাগ্যপরীক্ষা বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। লোকসভা-বিধানসভা মিলিয়ে উপ নির্বাচন হবে দেশের আরও ৩১টি আসনে। তার মধ্যে অন্যতম বাংলার ছ’টি বিধানসভা কেন্দ্র—সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরা। তবে এই পর্বে যে আসনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, সেটি ওয়েনাড়। কারণ, এই লোকসভা কেন্দ্র দিয়েই প্রথমবার সরাসরি নির্বাচনী ময়দানে নেমেছেন প্রিয়াঙ্কা গান্ধী। দাদা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসনে তিনিই বাজি কংগ্রেসের।


    বাংলায় অবশ্য নজিরবিহীন নিরাপত্তায় আয়োজিত হতে চলেছে ছ’টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। সর্বসাকুল্যে মোতায়েন থাকবে মোট ১০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি গোটা দিন টহল দেবে সম সংখ্যক কুইক রেসপন্স টিম। মোট ১৫৮৩টি বুথে হবে ভোটগ্রহণ। সর্বত্র ওয়েব কাস্টিং থাকছে। সব বুথেই মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি বিপুল সংখ্যক রাজ্য পুলিসও। এই ছয়টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১৫ লক্ষ ২২ হাজার ৫৬ জন।  সব মিলিয়ে মোট ১০৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন তাঁরা। বাহিনীর নিরাপত্তা ছাড়াও হেভি ফ্লাইং রেডিও ভেহিকেলস সহ একাধিক নিরাপত্তার আয়োজনও রাখছে কমিশন।


    ঝাড়খণ্ডে ৮১টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় ভোট হচ্ছে ৪৩টিতে। এই রাজ্যে এবার সম্মান রক্ষার লড়াই হেমন্ত-কল্পনা সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) তথা ‘মহাগঠবন্ধন’-এর। তবে এক ইঞ্চিও জমি ছাড়ছে না বিজেপি। সুদেশ মাহাতর অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের (আজসু) সঙ্গে হাত মিলিয়ে তারা ভোটে লড়ছে। সঙ্গে রয়েছে জেএমএম-ত্যাগী চম্পই সোরেনরা। তাদের নিয়েই আদিবাসী ভোটব্যাঙ্কে থাবা বসাতে চান নরেন্দ্র মোদি।


    ওয়েনাড়ে অবশ্য সোনিয়া গান্ধী-কন্যার জয় এখন সময়ের অপেক্ষা বলেই দাবি ওয়াকিবহাল মহলের। কারণ, ১৬ জন প্রার্থীর মধ্যে লড়াই মূলত কংগ্রেসের সঙ্গে বিজেপির। কয়েক মাস আগে এখান থেকে সাড়ে তিন লক্ষেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। সেদিক থেকে দেখলে প্রিয়াঙ্কার বিপদ নেই। এছাড়াও আজ ১০টি রাজ্যের ২৫টি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। এর মধ্যে রয়েছে রাজস্থানের সাতটি, অসমের পাঁচটি, বিহারের চারটি, কর্ণাটকের তিনটি, মধ্যপ্রদেশের দু’টি সহ ছত্তিশগড়, গুজরাত, কেরল, মেঘালয়ের একটি করে আসন।
  • Link to this news (বর্তমান)