নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মঙ্গলবার সল্টলেকে বাসের রেষারেষির কারণে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রের। দুর্ঘটনার পরই অকুস্থল পরিদর্শনে যান বিধাননগর পুরসভার আধিকারিকরা। যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে ই এম বাইপাসে ওঠার পথে রাস্তার বাঁ দিকে কার্ভ চ্যানেল রয়েছে। বৃষ্টির জল পাশ হওয়ার জন্যই ওই চ্যানেল রাখা হয়। তবে স্থানীয়দের দাবি, অনেক সময় বাইকের সামনের চাকা এই কার্ভ চ্যানেলে পড়ে যায়। তখন বাইক চালকরা নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ফলে এই কার্ভ চ্যানেল থেকেও যে কোনওদিন দুঘটনা ঘটতে পারে। পুরসভার দাবি, সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। কার্ভ চ্যানেলটি বন্ধ করে বিকল্প কী ব্যবস্থা করা যায়, সেই পরিকল্পনা করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে গভীর কার্ভ চ্যানেল একটু উঁচু করে দেওয়া হতে পারে। প্রয়োজনে রাস্তা থেকে একটু ঢালু করে জায়গাটি মেলানো হতে পারে। কার্ভ চ্যানেলের পাশাপাশি সেখানে নিকাশিনালার উপর একটি বক্স ঢাকনাও আছে। লোহার ফ্রেমের উপর ওই ঢাকনা বসানো রয়েছে এবং তা একটু উঁচু হয়ে আছে। তাই ঠিক হয়েছে, সেটির চারপাশ পিচ দিয়ে উঁচু করে দেওয়া হবে।