সংবাদদাতা, উলুবেড়িয়া: নারীপাচার, বাল্যবিবাহ রোধে রাজ্য সরকারের প্রকল্প ‘স্বয়ংসিদ্ধা’ এবং সাইবার ক্রাইম নিয়ে স্কুলপড়ুয়াদের সচেতন করার উদ্যোগ। মঙ্গলবার বাগনান থানার উদ্যোগে একটি বেসরকারি স্কুলে এই নিয়ে এক অনুষ্ঠান হয়। সেখানে বাগনান থানার আইসি অভিজিৎ দাস বিষয়গুলি নিয়ে পড়ুয়াদের সচেতন করেন। পাশাপাশি নিজেদের স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরামর্শও দেন তিনি। একইসঙ্গে তিনি সাইবার ক্রাইম নিয়ে পড়ুয়াদের সচেতন করার চেষ্টাও করেন।
অভিজিৎ দাস জানান, সাধারণত বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা নানারকম প্রলোভনে পড়ে ভুলপথে পা দেয়। সেখান থেকেই নানা বিপদের মুখে পড়ে তারা। এই ব্যাপারেই পড়ুয়াদের সচেতন করার লক্ষ্যে এই অনুষ্ঠান। এছাড়া বর্তমান সময়ে বিভিন্ন বিষয়ে সাইবার প্রতারণার শিকার হচ্ছে নতুন প্রজন্ম। সেই ব্যাপারেও পড়ুয়াদের সচেতন করা হয়। আগামী দিনেও সচেতনতা কর্মসূচি চলবে বলে জানান অভিজিৎবাবু। -নিজস্ব চিত্র