• উলুবেড়িয়ায় উদ্ধার হল কেউটে সাপ
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: মাছ ধরার মুগরিতে আটকে পড়ল একটি বিষধর কেউটে। পরে পরিবেশকর্মীর তৎপরতায় কেউটে সাপটিকে উদ্ধার করেছে বনদপ্তর। মঙ্গলবার সকালে, উলুবেড়িয়া ১ ব্লকের বহিরা গ্রামের ঘটনা। ওই গ্রামের বাসিন্দা বদন পোল্লে মাছ ধরার জন্য সোমবার রাতে জমিতে মুগরি পেতেছিলেন। মঙ্গলবার সকালে তিনি দেখেন, মুগরিতে মাছের পরিবর্তে আটকে পড়েছে একটি বিশালাকার কেউটে সাপ। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন এক পরিবেশকর্মী। পরে তিনি খবর দিলে বনদপ্তরের কর্মীরা কেউটে সাপটিকে উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)