• মহিষাদলে সরকারি শৌচালয় দখল করে ক্লাবঘর তৈরির অভিযোগ
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, হলদিয়া: মহিষাদলের বিজেপি পরিচালিত অমৃতবেড়িয়া পঞ্চায়েতে কেশবপুর বাজার এলাকায় সরকারি টয়লেট দখল করে ক্লাবঘর তৈরির অভিযোগ উঠল। টয়লেটের চারপাশ ঘিরে দেওয়াল তৈরি করায় তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি দেড় লক্ষাধিক টাকা ব্যয়ে পঞ্চায়েত থেকে ওই পাবলিক টয়লেট তৈরি করা হয়েছিল। টয়লেটের চারপাশে দেওয়াল তোলার ফলে সেটি আর সাধারণের ব্যবহারযোগ্য থাকবে না বলে অভিযোগ উঠেছে। এইমর্মে বিডিও এবং পঞ্চায়েতের গ্রিভান্স সেলে অভিযোগ করেছেন অমৃতবেড়িয়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা প্রবীর প্রামাণিক। তিনি বলেন, কেশবপুর ৮নম্বর সংসদে প্রধানের বুথে সরকারি টয়লেট দখল করে নির্মাণকাজ চলছে। পঞ্চায়েতের পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অতিরিক্ত পরিকল্পনায় ১লক্ষ ৫৯ হাজার ৬৮৬ টাকা ব্যয়ে ওই কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে। বর্তমানে ওই টয়লেট কেউ বা কারা কংক্রিটের ওয়াল দিয়ে ঘিরে দিচ্ছে। তাঁর অভিযোগ, প্রধানের এবিষয়ে মদত রয়েছে। বিরোধী দলনেতার দাবি, টয়লেটের চারপাশে নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হোক। অমৃতবেড়িয়া পঞ্চায়েতের প্রধান শুভ্রা পণ্ডা বলেন, এবিষয়ে একটি অভিযোগ নজরে এসেছে। অভিযোগ খতিয়ে দেখা হবে।
  • Link to this news (বর্তমান)