দিল্লিতে শুরু হচ্ছে বাণিজ্য মেলা, বাংলার সাফল্য তুলে ধরবে নবান্ন
বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী কাল ১৪ নভেম্বর থেকে দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের থিম ‘বিকশিত ভারত-২০৪৭।’ যেখানে বাংলার শিল্প সংস্কৃতি, পর্যটন, গ্রামোন্নয়ন, আদিবাসী উন্নয়নের পাশাপাশি ক্ষুদ্র-মাঝারি শিল্প, স্বনির্ভর গোষ্ঠীর সাফল্যে কথা তুলে ধরবে পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষমতা আসার পর থেকে কীভাবে বাংলা এগিয়ে চলেছে, তা প্রচার করা হবে। দেশবিদেশের গ্রাহক, দর্শকের কাছে পেশ করা হবে বাংলার সুস্বাদু মিষ্টি। বাংলার ঢাকি আর বাউল করবেন মনোরঞ্জন। রাজ্য সরকারের মোট ১৭ টি দপ্তর এবারের মেলায় অংশ নিচ্ছে।
মেলার মূল আয়োজক বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে মাত্র ৩০৪ বর্গ মিটার জায়গা দিলেও তারই মধ্যে সাজিয়ে তোলা হবে বাংলার প্যাভিলিয়ন। কৃষি বিপণন এবং প্রাণিজ সম্পদ বিভাগের পক্ষে বাংলার যেসব দেশীয় পণ্য রয়েছে, তা বিক্রি করা হবে। আন্তজার্তিক বাণিজ্য মেলায় এক একদিন এক একটি রাজ্যের নামে উল্লেখ করা হয়। সেই মতো আগামী ২৬ নভেম্বর দিনটিকে ‘পশ্চিমবঙ্গ রাজ্য দিবস’ হিসেবে পালন করা হবে। ২৭ তারিখ পর্যন্ত চলবে মেলা। সিনিয়র সিটিজেন এবং দিব্যাঙ্গদের জন্য প্রবেশ মূল্য ফ্রি হলেও ছোটদের জন্য ৪০ এবং বড়দের টিকিট ৮০ টাকা। ছুটির দিনে এটিই বেড়ে যথাক্রমে ৬০ এবং ১৫০ টাকা।