বেসরকারি ডিএলএড কলেজকে মানতে হবে না সংরক্ষণের নিয়ম
বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনওভাবে সরকারি অনুদান পায় শুধুমাত্র এমন ডিএলএড কলেজগুলিকেই পড়ুয়া ভর্তির ক্ষেত্রে জাতিগত সংরক্ষণের নিয়ম মানতে হবে। মঙ্গলবার তা জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
এ নিয়ে বেসরকারি কলেজগুলির মধ্যে ধন্দ তৈরি হয়েছিল। তাদের বক্তব্য, সংরক্ষণের নিয়ম অনুযায়ী, মোট ১০০ জনের মধ্যে ৫৬ জন এবং মোট ৫০ জনের মধ্যে ২৮ জন জেনারেল ক্যাটিগরির পড়ুয়া ভর্তি করা যায়। তবে, যে বেসরকারি কলেজ এই সংখ্যার বেশি জেনারেল পড়ুয়া ভর্তি করেছে, তাদের এখনও স্টুডেন্টশিপ দেওয়া হয়নি। ফলে তাঁদের সন্দেহ, ঘুরিয়ে বেসরকারি কলেজগুলিতেও সংরক্ষণের নিয়ম কার্যকর করতে চাইছে পর্ষদ। এর আগেও পর্ষদ এমন নির্দেশ দিয়েছিল। পরে তা বাতিল হয়। যদিও, পর্ষদ সভাপতির বক্তব্যে ধন্দ পরিষ্কার হয়েছে। সূত্রের খবর, ওয়েবসাইটের সফটওয়্যারে গোলযোগের জন্য এটা হয়ে থাকতে পারে। এর সঙ্গে সংরক্ষণ কার্যকর করার কোনও সম্ভাবনা নেই।