• ভাটপাড়ায় চায়ের দোকানে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা, বোমাবাজি করে চম্পট দিল দুষ্কৃতীরা
    ২৪ ঘন্টা | ১৩ নভেম্বর ২০২৪
  • বরুণ সেনগুপ্ত: নৈহাটিতে চলছে ভোটগ্রহণ। আর ভাটপাড়ায় গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল নেতা। আজ সকালে ভাটপাড়ার পালঘাট রোডের এক চায়ের দোকানে অশোক সাউ নামে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয় একটি নার্সিং হোমে তাকে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। গুলির পাশাপাশি চলে বোমাবাজিও। ওই ঘটনার পর থমথমে ভাটপাড়া। অশোক সাউ ছিলেন ভাটপাড়া ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন প্রেসিডেন্ট।

    ২০২১ সালে ছটপুজোর সময়ে এই পালঘাট রোডেই খুন হয় আকাশ সাউ নামে এক ব্যক্তি। সেই মামলায় নাম জড়িয়েছিল অশোক সাউ ও তার ভাইয়ের নামে। ২০২৩ সালে ওই চায়ের দোকানেই অশোক সাউয়ের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। বোমা মারতে মারতে তাকে তাড়া করে দুষ্কৃতীরা। তবে কোনওক্রমে প্রাণে বেঁচে যান অশোক। এবারের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। থানার একেবারে খুব কাছে কীভাবে এমন গুলি তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষজন।

    স্থানীয়রা জানিয়েছেন দুষ্কৃতীরা এসেছিল পায়ে হেঁটে, তাদের মুখ ঢাকাও ছিল না। একেবারে ধীরে সুস্থে এসে তারা খুব কাছ থেকে অশোককে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। তিনজনকে চেনাও গিয়েছি। ঘটনাস্থলের উল্টোদিকে রয়েছে একটি জুট মিল। ফলে সেখানে লোকজনও কম ছিল না।

    নিহতের ভাই বলেন, কিছু বুঝতে পারিনি। হঠাত্ বাজি ফাটার মতো আওয়াজ শুনলাম। পরে পাড়ার ভিতরে বোমা ফাটানো হয়। কারা বোমা ফাটাল তা বুঝতে পারিনি।  

     

  • Link to this news (২৪ ঘন্টা)