সিস্টেম
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ পশ্চিম দিকে অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। এর অভিমুখ শ্রীলংকা ও তামিলনাডু উপকূল। একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেম থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। এর প্রভাবে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরী হবে বাংলা ও ওড়িশায়।
দক্ষিণবঙ্গে
আজ থেকেই হওয়া বদল। শুষ্ক হতে শুরু করবে আবহাওয়া। পরিস্কার মেঘ মুক্ত ঝলমলে আকাশ। পরশু শুক্রবার ১৫ নভেম্বর থেকে ধাপে ধাপে সামান্য করে হ্রাস পাবে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা এই মুহূর্তে তেমন উল্লেখ্যযোগ্য পতনের সম্ভবনা কম। অতএব রাতে এবং ভোরের দিকে হালকা শীতের আমেজ। দিনে কিছুটা অস্বস্তি। সপ্তাহের শেষে রাতে ও ভোরে হালকা হিমের পরশ। এই মুহুর্তের তাপমাত্রার থেকে রবিবারের মধ্যে রাতের তাপমাত্রা কোথাও ৩ কোথাও বা ৪ ডিগ্রি পর্যন্ত নামার ইঙ্গিত। বিহার ঝাড়খণ্ড লাগোয়া কোনো কোনো জেলায় সকালের দিকে হালকা কুয়াশা। উত্তুরে হাওয়া অবাধে বইবার পরিস্থিতি অনুকূল। নভেম্বরের ১৫ তারিখ থেকে পারদ পতন। পশ্চিমের জেলায় পারদ পতনের সূচক একটু বেশি। শীতের আমেজ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই নভেম্বরের মাঝামাঝি থেকে।
উত্তরবঙ্গ
দার্জিলিংয়ে হালকা বৃষ্টি চলবে। কালিম্পং এর পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা।বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক এবং মেঘমুক্ত পরিস্কার আবহাওয়া। তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা থাকবে।
কলকাতা
মূলত পরিষ্কার আকাশ। আজ থেকে হওয়া বদল। পরশু থেকে তাপমাত্রার পতন। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে নামতে পারে। সপ্তাহের শেষে ১৯ এর নিচে নামতে পারে কলকাতার রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রায় এই মুহূর্তে উল্লেখ্যযোগ্য কোনো হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২২.৮ ডিগ্রি থেকে কমে ২১.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি থেকে সামান্য কমে ৩০.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৪ শতাংশ।
ভিন রাজ্যে
আজও ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু পন্ডিচেরি ও করাইকাল রাজ্যে। কেরল ও মাহেতে ভারী বৃষ্টি হতে পারে। অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রায়লসীমাতেও ভারী বৃষ্টি।
ঘন কুয়াশার দাপট পঞ্জাব রাজস্থান ও হিমাচল প্রদেশে।