উপনির্বাচন Live Update: ভাটপাড়া গুলিকাণ্ডে যোগ নেই ভোটের, সাফ জানাল কমিশন
প্রতিদিন | ১৩ নভেম্বর ২০২৪
আজ বাংলার ৫ জেলার ছয় আসনে উপনির্বাচন। অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। কড়া নিরাপত্তাবেষ্টনীতে শুরু ভোটগ্রহণ। যে কোনওরকম অশান্তি রুখতে পুলিশ ও বাহিনীর পাহারায় মুড়ে ফেলা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রগুলি। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত কমিশনও। ভোটগ্রহণের প্রতিমুহূর্তের আপডেট পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর LIVE UPDATE-এ।
সকাল ১১.৪৬: সকাল ১১ টা পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়েছে ৩০ শতাংশ।
সকাল ১১.১০: হাসপাতালে মৃত্যু ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতার।
সকাল ১০.২৫: রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। দাবি করলেন, কোথাও বিরোধী দলের এজেন্টদের পোলিং বুথে বসতে বাধা দেওয়া হচ্ছে না, কোথাও এজেন্টদের মেরে বের করে দেওয়া হচ্ছে। এমনকি ভোটারদেরও ভয় দেখানোর অভিযোগও করলেন তিনি। নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি করলেন তিনি।
সকাল ১০.১০: গুলিকাণ্ডের প্রভাব যেন না পড়ে ভোটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে নির্দেশ কমিশনের। এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ।
সকাল ৯.৪৫: সকাল ৯টা পর্যন্ত বাংলার ৬ কেন্দ্রে ভোট পড়েছে ১৪.৬৫ শতাংশ।
সকাল ৯.৩০: ভোটের দিনও প্রচারে নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র। নৈহাটিতে গণপিটুনিতে মৃত সুরজের বাড়িতে যান তিনি। পরিবারের সদস্যদের ভোট দিতে বলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে শাসকদল।
সকাল ৯.২০: নৈহাটিতে ভোট। এই পরিস্থিতিতে ভাটপাড়ায় চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূলের ওয়ার্ড সভাপতি। ভর্তি করা হয়েছে হাসপাতালে। পার্থ ভৌমিকের অভিযোগ ঘটনার নেপথ্যে অর্জুন সিং।
সকাল ৯.০১: মেদিনীপুরের বিজেপি নেতা নয়ন দে কে গৃহবন্দি করেছে পুলিশ। তাঁকে বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।