• জেলায় জেলায় নামল পারদ! কবে বদলাবে তিলোত্তমার আবহাওয়া?
    প্রতিদিন | ১৩ নভেম্বর ২০২৪
  • নিরুফা খাতুন: পূর্বাভাস সত্যি করে মাঝ নভেম্বরে জেলায় জেলায় নামল তাপমাত্রার পারদ। পুরুলিয়ায় তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে। কিন্তু তিলোত্তমাবাসীদের এখনও বেলা গড়ালেই নাভিশ্বাস উঠছে। প্রশ্ন, কবে নিম্নমুখী হবে তাপমাত্রা? অনুভূত হবে শীতের আমেজ? হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে বদলাবে কলকাতার আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রিতে।

    আগামিকাল আসছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর-পশ্চিমে হাওয়া বদলের ইঙ্গিত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিমমুখী অগ্রসর হবে। উত্তর তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে এর প্রভাব পড়বে। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নামবে তাপমাত্রার পারদ। সবজেলায় অনুভূত হবে শীতের আমেজ। পুরুলিয়াতে ইতিমধ্যেই তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে। আগামী দু-তিন দিনে আরও কিছুটা নামবে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রিতে নামতে পারে চলতি সপ্তাহেই। বৃষ্টির সম্ভাবনা নেই।

    এদিকে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার সৃষ্টি হবে। সকালের দিকে নিচের জেলা মালদহ ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উল্লেখ্য, আজ ও আগামিকাল কুয়াশা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ, হিমাচলপ্রদেশে। পাঞ্জাব ও হিমাচল প্রদেশে কুয়াশা দাপট বেশি থাকবে।
  • Link to this news (প্রতিদিন)