বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এই উপনির্বাচন এবং তার এবং ফলপ্রকাশে কোনও স্থগিতাদেশ দেননি। তবে তিনি মামলা খারিজ করেননি। বিচারপতি জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রার্থী নির্বাচিত হলেও তাঁর তফসিলি শংসাপত্র ভুয়ো বলে দেখা গেলে বিধায়ক-পদ বাতিল হবে। মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে আগামী ২৫ নভেম্বর। এই প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য, ‘‘সিতাই বিধানসভার নির্বাচকমণ্ডলীর কাছে আমাদের অনুরোধ, এই অন্যায়ের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী, আইনজীবী হরিহর রায় সিংহকে নির্বাচিত করুন।’’