যে ছয় বিধানসভায় আজ ভোট, তার মধ্যে ২০২১ সালে পাঁচটি আসনেই জিতেছিল তৃণমূল। কেবল মাদারিহাট ছিল পদ্মশিবিরের দখলে। ঘটনাচক্রে, এই ছ’টি আসনে ভোট হচ্ছে কারণ, বিধায়কেরাই লোকসভায় দাঁড়িয়ে জিতে সাংসদ হয়েছেন। তৃণমূলের কাছে যেমন চ্যালেঞ্জ ছয়ে ছক্কা হাঁকানো, তেমন বিজেপির কাছে চ্যালেঞ্জ মাদারিহাট ধরে রাখা। ২০২১ সালের বিধানসভা ভোটে মাদারিহাটে ২৯ হাজার ভোটে হেরেছিল তৃণমূল। তবে গত লোকসভায় সেই ব্যবধান অনেকটা কমে যায়। বিজেপি মাদারিহাট থেকে ১১ হাজার ভোটে ‘লিড’ পায়। অর্থাৎ, তিন বছরের মধ্যে ব্যবধান কমে গিয়েছিল প্রায় ১৮ হাজার ভোটের। যাকে ‘ইতিবাচক’ বলেই মনে করছে তৃণমূল। তবে কী হচ্ছে, তা স্পষ্ট হবে ২৩ নভেম্বর। আজ দিনভর ভোটদানের গতিপ্রকৃতির উপর নজর থাকবে।
ঝাড়খণ্ডে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। মোট ৮১ আসনের মধ্যে প্রথম দফায় ৪৩ আসনে ভোট নেওয়া হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৮৩ জন প্রার্থী। এর মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন ছাড়াও রয়েছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী— মধু কোড়ার স্ত্রী তথা প্রাক্তন সাংসদ গীতা কোড়া এবং অর্জুন মুন্ডার স্ত্রী মীরা। বিজেপির আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের পুত্রবধূ পূর্ণিমা। দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে ২০ নভেম্বর। গণনা ২৩ নভেম্বর।
সোমবার থেকে আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের মামলায় ‘ইন ক্যামেরা’ বিচার শুরু হয়েছে। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন নির্যাতিতার বাবা। মঙ্গলবার দুই জুনিয়র ডাক্তার সাক্ষ্য দিয়েছেন শিয়ালদহ আদালতে। সংশ্লিষ্ট মামলায় মোট ১২৮ জন সাক্ষী রয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন জুনিয়র ডাক্তার, কলকাতা পুলিশ, ফরেন্সিক বিভাগের আধিকারিকেরা। ধাপে ধাপে প্রত্যেকেরই বয়ান নথিবদ্ধ করা হবে। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।
আজ দার্জিলিং চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ৩টে নাগাদ তিনি উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। দু’দিনের পাহাড় সফরে সেরে আগামিকাল বৃহস্পতিবার শিলিগুড়ি হয়ে কলকাতায় ফেরার কথা মমতার। কলকাতায় ফিরেই আগামী শুক্রবার বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজারহাটে আদিবাসী ভবনে এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহান্তে তাপমাত্রা খানিক কমতে পারে রাজ্যে। উত্তরের হিমালয় সংলগ্ন জেলাগুলির পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। অর্থাৎ, ‘শীতকাল’ এসে না-পড়লেও শুক্রবার থেকে শীতের আমেজ মিলতে পারে রাজ্যে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। দার্জিলিং, কালিম্পঙে সামান্য বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত ভাবে।