উল্লেখ্য, গত শনিবার রাতে শিয়ালদহ স্টেশন সংলগ্ন বৈঠকখানা বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ মহম্মদ ইজ়রায়েল খান নামে এক জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃতের কাছ থেকে পাঁচটি পিস্তল এবং ৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে লালবাজারের অনুমান, বিহারের মুঙ্গের থেকে ওই অস্ত্র আনা হয়েছিল। পুলিশের আরও ধারণা, এর পিছনে হাত বদলই ছিল অন্যতম উদ্দেশ্য।
তবে, শহরের জনবহুল স্থান থেকে এ ভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে। পুলিশি নজরদারি এড়িয়ে কী ভাবে এমন ঘটতে পারে, সেই প্রশ্নও ওঠে বিভিন্ন মহলে। সেই প্রসঙ্গেই এ দিন আলিপুর বডিগার্ড লাইন্সে নগরপাল বলেন, ‘‘শহরে অস্ত্র ঢোকা আটকাতে পুলিশের বিশেষ দল রয়েছে। তারাই নজর রাখে। কোথা থেকে অস্ত্র আনা হচ্ছে, নজর রাখা হয় সে দিকেও। এর পাশাপাশি থানাগুলিকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া আছে। শিয়ালদহের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’’