ট্যাব কেলেঙ্কারি কাণ্ড: উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার ২ অভিযুক্ত
বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ এবং সংবাদদাতা চোপড়া: ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে উত্তর দিনাজপুর জেলা থেকে গ্রেপ্তার হল আরও ২ জন। অভিযুক্ত দু'জনেই চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। গতকাল, মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করেছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের দুর্নীতি দমন শাখা। ধৃতেরা হল কৃষ্ণপদ বর্মণ(৩৫) এবং শরিফুল ইসলাম(৫০)। জানা গিয়েছে, সরশুনা থানায় অভিযোগের জেরেই এই গ্রেপ্তারি। আজ, বুধবার ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিস। জানা গিয়েছে, ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে কলকাতায় নিয়ে আসবেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।
এর আগে গত সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিসের অভিযানে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর আবার কলকাতা পুলিসের এই গ্রেপ্তারিতে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে চোপড়ায়। এই ঘটনায়, ইসলামপুর পুলিস জেলার সুপার জোবি থমাস বলেন, পূর্ব মেদিনীপুর জেলার পর কলকাতা পুলিসের টিম এসেছে। আমাদের সহযোগিতা নিয়ে ২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ব্যাপারে আরও বিস্তারিত বলতে পারবে কলকাতা পুলিস।