• লর্ডসের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, অকুস্থলে দমকলের ১২টি ইঞ্জিন
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লর্ডসের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, ওই এলাকার সন্ধ্যা বাজারের পিছনে একটি ফাঁকা জায়গা রয়েছে। কয়েকটি গুমটিও রয়েছে সেখানে। আজ বুধবার বিকেলে কোনওভাবে সেখানেই প্রথমে আগুন লাগে। হঠাৎই কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আগুন নেভাতে ছুটে আসেন এলাকাবাসীরা। কিন্তু ততক্ষণে আগুন সন্ধ্যা বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অকুস্থলে পৌঁছয় দমকলের প্রায় ১২টি ইঞ্জিন। পৌঁছয় যাদবপুর থানার পুলিসও। ওই বাজার সংলগ্ন এলাকায় রয়েছে বেশ কয়েকটি ঝুপড়ি এবং দোকান। অভিযোগ, তাতে মজুত ছিল দাহ্য পদার্থও। ফলে সেখানে আগুন লাগার পর তা আরও ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়দের দাবি, দোকানে থাকা কয়েকটি সিলিন্ডারে বিস্ফোরণও ঘটে। দ্রুত আগুন বাজার এলাকায় ছড়িয়ে পড়ায় তা নেভাতে কার্যতই হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। পাশাপাশি এলাকাটি অত্যন্ত জনবসতিপূর্ণ হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীদের মধ্যেও। তড়িঘড়ি অনেককেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের একাংশের অভিযোগ, আগুন লাগার পর দমকল আসতে বেশ কিছুটা দেরি করে। অন্যদিকে, দমকল কর্মীরা জানিয়েছেন, ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে। আগুনের উৎসস্থল পর্যন্ত এখনও পৌঁছতে পারা যায়নি।


    এদিন অগ্নিকাণ্ডের খবরের পরই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। দমকলের কাজের তদারকি করেন তিনি। বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে রাজ্য সরকার। শেষ পাওয়া খবর অনুযায়ী, অগ্নিকাণ্ডে বাজার সংলগ্ন বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। তবে হতাহতের কোনও খবর নেই। কিন্তু আগুন কী ভাবে লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপাতত আনোয়ার শাহ রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)