• হাওড়ার শ্যামপুরে স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, চাঞ্চল্য
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শ্যামপুর: সন্দেহের বশে হয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গতকাল, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর থানার খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মামুদপুর গ্রামে। মৃত বধূর নাম সোনামনি বেগম (৩৭)। ঘরের মধ্যে থেকেই তাঁর দেহ উদ্ধার করে শ্যামপুর থানার পুলিস। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


    স্থানীয় সূত্রে খবর, গত দু’দিন ধরে সোনামনিকে এলাকায় দেখতে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে তাঁর বাড়ির আশপাশ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। এরপরই  স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা সোনামনির বাড়িতে হাজির হয়। দরজা খোলা থাকায় স্থানীয়েরা তাঁর ঘরে প্রবেশ করেন। তখনই তাঁরা সেনামনিকে খাটের উপর মশারির ভিতরে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শ্যামপুর থানার পুলিস। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান দু’ তিন দিন আগে সোনামনিকে খুন করা হয়েছে। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)