• ভাটপাড়ায় গুলি করে খুন তৃণমূল কর্মীকে, ছোড়া হল বোমা, উত্তেজনা
    বর্তমান | ১৩ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বারাকপুর: আজ, বুধবার নৈহাটি সহ রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রে চলছে উপ নির্বাচনের ভোটগ্রহণ। এই আবহে নৈহাটির পাশেই ভাটপাড়ায় এলোপাথাড়ি গুলি এবং বোমা ছোঁড়ার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। মৃতের নাম অশোক সাউ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।


    স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে ভাটপাড়ার জগদ্দল থানার কাছে একটি চায়ের দোকানে সামনে উপস্থিত ছিলেন অশোক। অভিযোগ, সেই সময়ে কয়েক জন দুষ্কৃতী আচমকা তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এমনকী ছোড়া হয় বোমাও। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অশোক। এই ঘটনার পরই সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছুটে আসেন আশপাশের স্থানীয় মানুষজন। কিন্তু ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতীর। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় জগদ্দল থানার পুলিস। এরপর অশোককে সেখান থেকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু পরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু কেন এই ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিসের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরেই অশোককে খুন করা হয়েছে। এই ঘটনার পর থেকে আততায়ীদের কোনও হদিশ পাওয়া যায়নি। পুলিস তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)