• লর্ডস মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড!
    দৈনিক স্টেটসম্যান | ১৩ নভেম্বর ২০২৪
  • ভরদুপুরে ভয়াল অগ্নিকাণ্ড কল্লোলিনী কলকাতায়! ঘটনাস্থল দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের নিকটে লর্ডস মোড়ের একটি বাজার।

    সূত্র মোতাবেক খবর, দুপুরের দিকে স্থানীয়রা লর্ডস মোড়ের কাছ থেকে ধোঁয়া বেরোতে দেখেন। অনুসন্ধান করে দেখা যায়, নিকটবর্তী একটি বাজারে লেগেছে আগুন। বাজারের ভিতরের ঝুপড়ি থেকেও কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।

    স্থানীয়রা চেষ্টা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার। সেই সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। খবর দেওয়া হয় নিকটবর্তী যাদবপুর থানাতেও। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশবাহিনী। প্রথমে ১০টি এবং পরে ৬টি ইঞ্জিন সমেত দু-দফায় মোট ১৬টি দমকলের ইঞ্জিন পৌঁছোয় ওখানে।

    স্থানীয়রা জানান, তাঁরা কিছু বিস্ফোরণের শব্দও শুনতে পান। অনুমান করা হচ্ছে, বাজারের দোকানগুলির ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারগুলোতে আগুন লাগে। ভিতরে প্রচুর অস্থায়ী ঝুপড়ি থাকায় সহজেই আগুন ছড়িয়ে গিয়েছে। আগুনের তীব্রতায় পুড়ে ছারখার হয়ে গিয়েছে বেশ কিছু ঝুপড়ি। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

    আগুনের আঁচ পড়েছে নিকটবর্তী ফুটপাতের কিছু স্থায়ী দোকানের উপরেও। ক্ষতিগ্রস্ত হয়েছে সেই দোকানগুলিও। ঘটনাস্থলে পৌঁছোচ্ছেন দমকলের দায়িত্বে থাকা কলকাতা পৌর নিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)