• ইভিএম মেশিনে বোতামে লাগানো টেপ! অভিযোগ অস্বীকার তৃণমূলের
    দৈনিক স্টেটসম্যান | ১৩ নভেম্বর ২০২৪
  • ইভিএম-এর বোতামে ‘টেপ’ মেরে প্রার্থীর নাম ও দলীয় প্রতীক চিহ্ন ঢেকে দেওয়ার গুরুতর অভিযোগ উঠে এল সিতাই বিধানসভা কেন্দ্রের একটি বুথ থেকে!

    সূত্রের খবর, সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক রায় বুথ পরিদর্শনে গিয়েছিলেন। হোকদাহ আদাবাড়ি এসএসকে প্রাইমারি স্কুলের বুথে গিয়ে তিনি দেখেন, ইভিএম মেশিনের ১ ও ২ নং বোতামে সেলোটেপ দিয়ে প্রার্থীর নাম এবং দলীয় প্রতীক ঢেকে দেওয়া হয়েছে। দীপক এই ব্যাপারে বুথের প্রিসাইডিং এবং পোলিং অফিসারদের অবগত করেন। নিজেই টেনে খুলে নেন সেলোটেপ।

    তাঁর বক্তব্য, এই নিয়ে তাঁর সঙ্গে বচসা শুরু হয় ভোটকর্মীদের। বুথে তৈরি হয় অশান্তিকর পরিবেশ। প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা কাটাকাটিও হয় তাঁর। সিতাই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক আরও জানান, সিতাই কেন্দ্রের আরও একটি বুথে ইভিএম মেশিনের বোতামে আঠা দিয়ে কাগজ আটকে প্রার্থীর নাম এবং দলীয় প্রতীক ঢেকে দেওয়া হয়েছিল।

    যদিও এই অভিযোগ অস্বীকার করেন হোকদাহ আদাবাড়ি এসএসকে প্রাইমারি স্কুল বুথের তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট। তাঁর বক্তব্য, এই অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন। শান্তিপূর্ণভাবেই চলছিল ভোট, এমন সময়েই বিজেপি প্রার্থী এসে ওখানে অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করেন।

    নির্বাচন কমিশনের কানে খবরটি গেলে তারা জেলা প্রশাসনের কাছ থেকে এই ব্যাপারে খবর নেয়। সেই খবর অনুযায়ীও টেপ লাগানো ছিল না বলেই জানা গিয়েছে।

    প্রসঙ্গত, রাজ্যে আজ সকাল থেকেই শুরু হয়েছে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। নৈহাটি, সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, হাড়োয়া ও মেদিনীপুর – এই ৬টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। বিভিন্ন কেন্দ্র থেকে আসছে নানা অশান্তির খবর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)