• নিশানায় বিজেপি, 'অনীত থাপা এগিয়ে যাক', দার্জিলিংয়ে বার্তা মুখ্যমন্ত্রীর..
    ২৪ ঘন্টা | ১৩ নভেম্বর ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'পাঁচ বছরে ওরা ভোটের জন্য ১ দিন কাজ, আমরা কাজ করি বছরভর'। পাহাড়ে দিয়ে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'ভোটের সময়ে ভোট নিয়ে চলে যায়। কিন্তু তারপর কিছু করে না। মিথ্যা বলে চলে যায়'।

    ৩ দিনের সফরে দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী। এদিন সরস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা এমপি ভোটে লামা সাবকে দাঁড় করিয়েছিলাম।   একসময়ে জেলাশাসক ছিলেন। অনেক কাজ করেছেন। কিন্তু জিততে পারেননি, কী করে জিতবে? মিথ্যা কথা বলে না তো। এখন মিথ্যাটাই বেশি চলে, ফেক নিউজ বেশি চলে। ন্যারেটিভ বেশি হয়ে গিয়েছে।  যে জিতল, তাঁর কাছে অনেক টাকা। ভোটের সময়ে আসে, আর টাকা বিলি করে। কিন্তু হাসপাতালে ভর্তির জন্য কিছু পাবেন না। খাবার জন্য পাবেন না, খাওয়ার জলের জন্য পাবেন না। কন্যাশ্রীর জন্য পাবেন না, সংস্কৃতির জন্য পাবেন না। GTA-র জন্য পাবেন না, পাহাড়ের জন্য পাবেন না'।

    মুখ্যমন্ত্রীর কথায়, 'পাঁচ বছরে ওরা ভোটের জন্য ১ দিন কাজ করে। আমরা কাজ করি বছর। ৩৬৫ দিনের মধ্য়ে ৩৬৪ দিন। আমরা চাই, দার্জিলিং, কালিম্পংয়ে অনীত থাপা এগিয়ে যাক। আমাদের তৃণমূল সঙ্গে ওর সমঝোতা আছে, আর থাকবেও।  ৫ বছর পর কেউ কেউ আসে নেতা হতে,আর অশান্তি করে চলে যায়। দোকান বন্ধ যায়, হোটেল বন্ধ হয়ে যায়। পর্যটকরা আসে না। পাহাড়ে লোকে ঘুরে আসতে চাই না। আমি চাই পাহাড়ে শান্তি আসুক। উন্নতি চাই'।

    এর আগে, সকালে রিচন্ড হিল থেকে বেরিয়ে পাহাড়ের পথে হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দার্জিলিং চিড়িয়াখানার সামনে পৌঁছে, প্রথমেই স্নো লেপার্ডের দুই সদ্যোজাতের নামকরণ করেন তিনি। সদ্যোজাতদের নাম দেন  চার্মিং ও ডার্লিং। সম্প্রতি যে চারটি রেড পান্ডার জন্ম হয়েছে দার্জিলিং চিড়িয়া খানা, তাদের নাম রাখেন মুখ্যমন্ত্রী। পাহাড়িয়া, ভিক্টোরি, ড্রিম ও হিলি।

  • Link to this news (২৪ ঘন্টা)