• মমতার কাছে পাহাড়ের ওরা 'চার্মিং ও ডার্লিং...'
    ২৪ ঘন্টা | ১৩ নভেম্বর ২০২৪
  • নারায়ণ সিংহ রায়: দার্জিলিং চিড়িয়াখানার বন্য প্রাণীদের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে রিচমন্ড হিল থেকে বেরিয়ে পাহাড়ের পথে হাঁটতে বের হন তিনি ৷ সোজা দার্জিলিং চিড়িয়াখানার সামনে পৌঁছে, প্রথমেই স্নো লেপার্ডের দুই সদ্যোজাতের নামকরণ করেন তিনি। সদ্যোজাতদের নাম রাখা হয় চার্মিং ও ডার্লিং। রাহালা এবং নাকা নামে যে দুটি তুষারচিতা রয়েছে, বুধবার তাদের দুই সন্তানের নাম রাখলেন মমতা। 

    সম্প্রতি চারটে রেড পান্ডার জন্ম হয়েছে এই চিড়িয়াখানায়। চারটের নাম রাখেন মুখ্যমন্ত্রী। নাম রাখা হয় -পাহাড়িয়া, ভিক্টোরি, ড্রিম ও হিলি। রেড পান্ডা প্রজজনে গোটা বিশ্বের কাছে নাম করেছে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা। দুটি শাবকের জন্মের ফলে চিড়িয়াখানায় তুষারচিতার সংখ্যা বেড়ে ১১ হয়েছে। আর নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে লাল পান্ডার সংখ্যা দাঁড়িয়েছে ১৯টি। 

    এরপর সেখান থেকে বেরিয়ে চিড়িয়াখানা সংলগ্ন এলাকার দোকানীদের খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি মঙ্গলবার সকালের মতো আজও একইভাবে দার্জিলিং শহরের বিভিন্ন রাস্তায় মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। শেষে দার্জিলিং গভর্নর হাউজের সামনে একটি চায়ের দোকানে চা খেতে বসেন ও সকলের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে সেখান থেকে হাঁটা পথেই তিনি রিচমন্ড হিলে চলে যান। পাহাড়ে এসে সেখানেই রয়েছেন তিনি। বিকেল তিনটের সময় আজ দার্জিলিংয়ের ম্যালে সারস মেলার উদ্বোধন করতে আসবেন তিনি।

  • Link to this news (২৪ ঘন্টা)