দার্জিলিং চিড়িয়াখানায় নতুন পরিচয় পেল তুষারচিতা-রেড পান্ডারা, নামকরণে মুখ্যমন্ত্রী
প্রতিদিন | ১৩ নভেম্বর ২০২৪
অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: তাঁর হাত ধরে নতুন পরিচয় পেয়েছে অনেকে। সদ্যোজাত মানব সন্তান থেকে দূর থেকে আগত চিড়িয়াখানার বিদেশি অতিথিদের নামকরণ করেছেন তিনি। চিরাচরিত নাম থেকে দূরে তাঁর দেওয়া সুন্দর, মিষ্টি সব অর্থসম্বলিত নাম বেশ আদৃতও হয়েছে। বলা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি এই মুহূর্তে দার্জিলিঙে রয়েছেন। বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পদ্মজা নায়ডু চিড়িয়াখানার সামনে গিয়ে দাঁড়ান। সদ্যোজাত দুই তুষারচিতাকে দেখে দারুণ আনন্দ উপভোগ করেন। খুশি হয়ে তাদের নামকরণও করেন মুখ্যমন্ত্রী। এই তালিকায় রয়েছে চার রেড পান্ডাও। এদিন তাদেরও নতুন নাম দিয়েছেন মমতা।
চলতি বছরের জুলাইতে দার্জিলিঙের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে এসেছে ৬ নতুন অতিথি। ক্যাপটিভ ব্রিডিংয়ের মাধ্যমে চারটি রেড পান্ডা এবং জোড়া তুষারচিতার জন্ম হয়। রাহালা এবং নাকা নামে যে দুটি তুষারচিতা রয়েছে, বুধবার তাদের দুই সন্তানের নামকরণ করেন মুখ্যমন্ত্রী। তুলোর বলের মতো দুই খুদেকে দেখে তিনি একজনের নাম দিলেন ? চার্মিং। আরেকজনের নাম ? ডার্লিং। চার্মিং-ডার্লিংয়ের দৌলতে দার্জিলিং চিড়িয়াখানায় তুষারচিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। পাশাপাশি নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে এখানে লাল পান্ডা ১৯টি। তাদের নতুন নাম দেওয়া হয়েছে, পাহাড়িয়া, ভিক্টরি, ড্রিম এবং হিলি।
সোমবার রাতে দার্জিলিঙে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকটি কর্মসূচি নিয়ে তিনদিনের সফরে যান। সেখানে গিয়েও প্রাতঃভ্রমণ করেছেন তিনি। আর বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি হাঁটতে হাঁটতে পৌঁছে যান চিড়িয়াখানার কাছে। সেখানে ঢুকে কর্মীদের খোঁজখবর নেন। চিড়িয়াখানার সদস্যদের খোঁজ করতে গিয়ে চোখে পড়ে সদ্যোজাত তুষারচিতা আর রেড পান্ডা শাবকদের। খুব খুশি হন তাদের দেখে। এবং নিজ উৎসাহেই নামকরণ করেন। এদিন দুপুরে দার্জিলিঙের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে পাহাড়ের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি কেন্দ্রকে ফের নিশানা করেছেন।