উপনির্বাচন Live Update: রাজ্যের ৬ কেন্দ্রে দুপুর ৩টে পর্যন্ত ভোটের হার ৫৯.৯৮ শতাংশ
প্রতিদিন | ১৩ নভেম্বর ২০২৪
আজ বাংলার ৫ জেলার ছয় আসনে উপনির্বাচন। অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। কড়া নিরাপত্তাবেষ্টনীতে শুরু ভোটগ্রহণ। যে কোনওরকম অশান্তি রুখতে পুলিশ ও বাহিনীর পাহারায় মুড়ে ফেলা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রগুলি। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত কমিশনও। ভোটগ্রহণের প্রতিমুহূর্তের আপডেট পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর LIVE UPDATE-এ।
বিকেল ৪.২৯: দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের ৬টি বিধানসভায় ভোটের হার ৫৯.৯৮ শতাংশ। সিতাই বিধানসভায় ভোট পড়েছে ৫৮ শতাংশ। মাদারিহাট বিধানসভায় ভোটের হার ৫৭.৯৮ শতাংশ। নৈহাটিতে ভোট পড়েছে ৫২.৪০ শতাংশ। হাড়োয়া বিধানসভায় ৬৩.১১ শতাংশ ভোট পড়েছে। মেদিনীপুর বিধানসভায় ভোটের হার ৬১.৫৪ শতাংশ। বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় ভোট পড়েছে ৬৫ শতাংশ।
বিকেল ৪.১৯: হাড়োয়া বিধানসভার ২১৪ নম্বর বুথে ভোট দিলেন হাড়োয়ার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা। শফিক আহমেদ গার্লস হাই স্কুলে ভোট দেন আব্দুল খালেক। তিনি বহিরাগত বলে অভিযোগ উঠেছিল।
দুপুর ৩.৪৩: দুপুর ১টা পর্যন্ত ছটি বিধানসভায় ভোটের হার ৪৫.৫৯ শতাংশ। সিতাই বিধানসভায় ভোট পড়েছে ৪৫ শতাংশ। মাদারিহাট বিধানসভায় ভোটের হার ৪৬.১৮ শতাংশ। নৈহাটিতে ভোটের হার ৩৯.৭৫ শতাংশ। হাড়োয়া বিধানসভায় ভোট পড়েছে ৪৭.১০ শতাংশ। মেদিনীপুর বিধানসভায় ভোটের হার ৪৬.২৪ শতাংশ। বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় ভোট পড়েছে ৪৮ শতাংশ।