স্থানীয় সূত্রে খবর, পরিত্যক্ত গাড়িতে উঠে খেলা করছিল স্থানীয় চার শিশু। আচমকা সেই গাড়িতে আগুন লেগে যাওয়ায় ভিতরেই আটকে পড়ে তারা। তাদের চিৎকার শুনে ছুটে যান স্থানীয়েরা। কিন্তু তত ক্ষণে চার জনেই ঝলসে গিয়েছে আগুনে। এলাকার লোকেরাই চার জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে দু’জনকে নিয়ে যাওয়া হয় অন্য হাসপাতালে। এক জনকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর এক শিশুকে নিয়ে যাওয়া হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যে চার শিশু আগুনে পুড়ে গিয়েছে, তাদের নাম শিবা সিংহ, গোলু সিংহ, অরুষ শাও এবং পুরবা শাও। সকলেরই বয়স সাত বছরের মধ্যে। যে ব্যক্তি তাদের উদ্ধার করেছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন তিনিও। তাঁকেও ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। গাড়িতে কী ভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।