• ‘মুচলেকা দিলেই সব কিছু হয় না’, শুভেন্দুকে সভা করার অনুমতি দিয়েও ‘সতর্ক’ করল হাই কোর্ট
    আনন্দবাজার | ১৩ নভেম্বর ২০২৪
  • পুলিশ অনুমতি না দেওয়ায় হাওড়ার দেউলিবাজার জংশনে সভা করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার হাই কোর্ট সেই ছাড়পত্র দিয়েছে। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ এ-ও জানিয়ে দিল, কোনও সংকীর্ণ রাস্তায় সভা করার ক্ষেত্রে আর ছাড় দেওয়া হবে না। বিচারপতি ঘোষ বলেন, ‘‘শেষ বারের মতো অনুমতি দিচ্ছি। এর পর থেকে (চওড়ায়) ২০ মিটারের কম রাস্তায় সভার অনুমতি চাইলে দেব না। কোনও ঘটনা ঘটে গেলে পুলিশের কিছু করার থাকবে না।’’

    আদালত নির্দেশে বলেছে, হাওড়ার দেউলিবাজার এলাকায় সভা করতে পারবে বিজেপি। তবে দেড় হাজারের বেশি জমায়েত করা চলবে না। সভাস্থলে কেবলমাত্র বিরোধী দলনেতার গাড়ি প্রবেশ করতে পারবে। সভাস্থল থেকে দূরে থাকবে অন্য সমস্ত গাড়ি। সেখান থেকে হেঁটে সভায় যোগ দিতে হবে।

    শ্যামপুরের ওই এলাকায় এর আগে সভা করতে চেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে আবেদন করে বিজেপি। কিন্তু সভার অনুমতি মেলেনি। এর পরে হাই কোর্টের দ্বারস্থ হন স্থানীয় বিজেপি নেতৃত্ব। মামলার শুনানিতে রাজ্য যুক্তি দিয়েছে, যে স্থানে সভা করার জন্য অনুমতি চাওয়া হয়েছে, সেটি সংকীর্ণ জায়গা। বিরোধী দলনেতা জ়েড ক্যাটেগরির নিরাপত্তা পান। ওই জায়গায় কোনও ঘটনা ঘটে গেলে পুলিশের পক্ষে সামাল দেওয়া মুশকিল হবে। যার প্রেক্ষিতে বিজেপির তরফে আইনজীবী জানান, শান্তিপূর্ণ ভাবেই সভা করা হবে। কিন্তু রাজনৈতিক কারণে সভার অনুমতি দেওয়া হচ্ছে না। নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না। ওই আইনজীবী বলেন, ‘‘প্রয়োজনে মুচলেকাও দিতেও পারি।’’ আইনজীবীর ওই সওয়াল শুনে বিচারপতি ঘোষের মন্তব্য, ‘‘মুচলেকা দিলেই সব কিছু হয় না। কোনও অঘটন ঘটলে, জীবনহানি হলে মুচলেকা দিয়ে কী হবে? পরবর্তী সময়ে সরু রাস্তায় আর সভা করার অনুমতি দেব না।’’

  • Link to this news (আনন্দবাজার)