আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায় একের পর এক বিতর্কিত আচরণে সংবাদমাধ্যমের শিরোনামে। সোমবার আদালত চত্বরে সাংবাদিকদের সামনে চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করার পর এবার সঞ্জয় রায় ফ্লাইং কিস ছোড়ে বলে উপস্থিত সাংবাদিকদের একাংশ দাবি করে। কিন্তু পরে জানা যায়, সে সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়ছিল। এবং সে নির্দোষ, তা দাবি করছিল।তার এমন আচরণের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিশেষত, তাকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়ার জন্য আগের থেকে ছোট গাড়ি ব্যবহার করা হচ্ছে, যাতে তার মুখটি সাংবাদিকদের সামনে না আসতে পারে। এই গাড়িতে লোহার জালও ব্যবহার করা হয়েছে।
সঞ্জয়ের দাবি, তাকে তার নিজের ডিপার্টমেন্টই ফাঁসিয়েছে, এবং এর পেছনে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিসি স্পেশ্যালের হাত রয়েছে। তার এমন মন্তব্যের পর রাজভবন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করেছেন, যাতে পুরো ঘটনা পরিষ্কার করা যায় এবং অভিযোগের সত্যতা যাচাই করা হয়।
বিরোধীরা অভিযোগ করছে, সঞ্জয় রায় নানা গুজব রটানোর চেষ্টা করছে। বিশেষত, তার বিরুদ্ধে আনা অভিযোগের পর সে বারবার বয়ান পাল্টে ফেলেছে, যা সন্দেহের জন্ম দিয়েছে। তবে, তার এই নাটকীয় আচরণের পর প্রশাসন তাকে আরও কঠোর নিরাপত্তা দিতে বাধ্য হয়েছে। এদিকে, সঞ্জয়ের দাবি, সে কোনও অপরাধী নয়, এবং তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, তা বারবার সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করছে। তার এমন আচরণের পর অনেকেই প্রশ্ন তুলছেন, প্রশাসন তাকে যথেষ্ট গুরুত্ব কেন দিচ্ছে।