সকলেই জানে, কাজি নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। দুই বাংলাতেই তিনি সমান জনপ্রিয়। মা কালীকে নিয়ে তাঁর অজস্র গান রয়েছে। সারা জীবন ধরে তিনি অনেক ভক্তিমূলক গান রচনা করেছেন। তাঁর সেই শ্যামাসঙ্গীতে আজও মুগ্ধ হন শ্রোতারা।
এই অনুষ্ঠানে নজরুলের কবিতা পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সী। নজরুলের শ্যামাসঙ্গীত পরিবেশন করেন মৃদুলা সমাদ্দার ও বিজনচন্দ্র মিস্ত্রি। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, কবি নজরুলের সৃষ্টিকর্ম ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য। তা আমাদের দুই দেশের নাগরিকদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে ও সাংস্কৃতিক সংযোগ ও আদানপ্রদানের এক অনন্য পরিসর দেয়।
প্রসহ্গত, গত ৫ অগস্ট প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ছাড়েন দেশও। ওদিকে হাসিনা দেশ ছাড়ার পরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার অভিযোগ ওঠে। হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে তাই বারবার সরব হয়েছে ভারত।
আর ঠিক এই অশান্ত সময়েই এল নজরুলের শ্যামাসঙ্গীতকে কেন্দ্র করে রচিত এমন এক সন্ধ্যা। সম্প্রীতির সন্ধ্যা, ভক্তির সন্ধ্যা, নিবেদনের সন্ধ্যা। খুব স্বাভাবিক ভাবেই এমন একটি সঙ্গীতানুষ্ঠান সম্প্রীতির জরুরি বার্তাটা দিয়ে গেল।