• এবার হাওড়াতেও ‘তরুণের স্বপ্ন’ চুরি! শতাধিক পড়ুয়ার ট্যাবের টাকা ‘বেহাত’
    প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৪
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: সরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের দেওয়া টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকছে না। তা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। সারা রাজ্যজুড়েই ইতিপূর্বেই বিভিন্ন স্কুলের তরফে এমন অভিযোগ করা হয়েছে। এবার হাওড়াতেও এমন অভিযোগ উঠলে। হাওড়ার বিভিন্ন স্কুলের তরফে বিভিন্ন থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।

    হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, ডোমজুড় থানায় ৩টি স্কুল, মালিপাঁচঘড়া থানায় ২টি স্কুল, গোলাবাড়ি থানায় ১টি স্কুল ও সাঁকরাইল থানায় ১টি স্কুলের তরফে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার সন্ধে পর্যন্ত হাওড়া কমিশনারেট এলাকায় ৭টি স্কুলের তরফে ৪টি থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। প্রায় ১২৪ জন পড়ুয়ার টাকা বেহাত হয়েছে বলে সূত্রের খবর।

    হাওড়া সিটি পুলিশের জয়েন্ট কমিশনার কে সাবেরি রাজকুমার এই প্রসঙ্গে বলেন, “অনেক স্কুলের তরফেই থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।” পুলিশ সূত্রে খবর, এই অভিযোগগুলি পাওয়ার পর জালিয়াতির মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, হাওড়ায় এই প্রথম ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়া নিয়ে অভিযোগ দায়ের হল।

    প্রসঙ্গত, একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অনলাইন ক্লাসের সুবিধার জন্য ট্যাব কিনতে ১০ হাজার টাকা দেয় রাজ্য সরকার। এই প্রকল্পের নাম ‘তরুণের স্বপ্ন’। এবছর থেকে দুর্গাপুজোর আগে ওই অর্থ পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। কিন্তু অনেক পড়ুয়াই ট্যাবের টাকা পাননি বলে অভিযোগ ওঠে। 
  • Link to this news (প্রতিদিন)