• বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে মিটল ভোটগ্রহণ পর্ব, সর্বোচ্চ হার তালড্যাংরায়
    প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৪
  • বাংলার ৫ জেলার ছয় আসনে উপনির্বাচনের পাশাপাশি ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয়ে গেল বুধবার। যে কোনওরকম অশান্তি রুখতে পুলিশ ও বাহিনীর পাহারায় মোড়া ছিল  ভোটগ্রহণ কেন্দ্রগুলি। সুষ্ঠু ভোটগ্রহণে  প্রস্তুত  ছিল কমিশনও। ভোটগ্রহণের প্রতিমুহূর্তের আপডেট সংবাদ প্রতিদিন ডিজিটাল-এ। 

    সন্ধে ৬.৩০: সন্ধে পর্যন্ত ৬ কেন্দ্রের ভোটের গড় হার ৬৯.২৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ল তালড্যাংরায়, ৭৫.২০ শতাংশ। হাড়োয়ায় ভোট পড়ল ৭৩.৯৫ শতাংশ, মেদিনীপুরে ৭১.৮৫, সিতাইয়ে ৬৬.৩৫, মাদারিহাটে ৬৪.১৪ এবং নৈহাটিতে সবচেয়ে কম, ৬২.১০ শতাংশ ভোট পড়ল। 

    সন্ধে ৬: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ পর্ব মিটল। সবচেয়ে বেশি ভোট পড়েছে তালড্যাংরায়।

    বিকেল ৫.২৪: ভোটের শেষবেলায় মেদিনীপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের তাঁতিগেড়িয়া এলাকার ২৮৩ নম্বর বুথে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ। তৃণমূল কাউন্সিলর নিরুপমা কোঙার সিট ও তাঁর স্বামী সুনীতি শিটকে মারধরের অভিযোগ।

    বিকেল ৪.২৯: দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের ৬টি বিধানসভায় ভোটের হার ৫৯.৯৮ শতাংশ। সিতাই বিধানসভায় ভোট পড়েছে ৫৮ শতাংশ। মাদারিহাট বিধানসভায় ভোটের হার ৫৭.৯৮ শতাংশ। নৈহাটিতে ভোট পড়েছে ৫২.৪০ শতাংশ। হাড়োয়া বিধানসভায় ৬৩.১১ শতাংশ ভোট পড়েছে। মেদিনীপুর বিধানসভায় ভোটের হার ৬১.৫৪ শতাংশ। বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় ভোট পড়েছে ৬৫ শতাংশ।

    বিকেল ৪.১৯: হাড়োয়া বিধানসভার ২১৪ নম্বর বুথে ভোট দিলেন হাড়োয়ার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আবদুল খালেক মোল্লা। শফিক আহমেদ গার্লস হাই স্কুলে ভোট দেন আবদুল খালেক। তিনি বহিরাগত বলে অভিযোগ উঠেছিল। 

    দুপুর ৩.৪৩: দুপুর ১টা পর্যন্ত ছটি বিধানসভায় ভোটের হার ৪৫.৫৯ শতাংশ। সিতাই বিধানসভায় ভোট পড়েছে ৪৫ শতাংশ। মাদারিহাট বিধানসভায় ভোটের হার ৪৬.১৮ শতাংশ। নৈহাটিতে ভোটের হার ৩৯.৭৫ শতাংশ। হাড়োয়া বিধানসভায় ভোট পড়েছে ৪৭.১০ শতাংশ। মেদিনীপুর বিধানসভায় ভোটের হার ৪৬.২৪ শতাংশ। বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় ভোট পড়েছে ৪৮ শতাংশ। 
  • Link to this news (প্রতিদিন)