• যাত্রী ও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রামপুরহাট স্টেশনে বসল ৬০টি সিসি ক্যামেরা
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রামপুরহাট: তারাপীঠের পর্যটক সহ যাত্রীদের সুরক্ষায় রামপুরহাট জংশনের নিরাপত্তা বাড়ানো হল। উন্নতমানের আরও ৪৪টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে স্টেশন চত্বরে। রেল সূত্রে জানা গিয়েছে, পুরনো ব্যবস্থার খোলনলচে বদলে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুরুত্বপূর্ণ এই স্টেশনের নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয়েছে। বুধবার পূর্বরেলের তরফে প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার ও বিশেষ করে মহিলা যাত্রীদের কথা ভেবে এই ব্যবস্থা নেওয়া হল। 


    রামপুরহাট ‌জংশন পূর্বরেলের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে অন্যতম। বীরভূম জেলার বৃহত্তম স্টেশন এটি। কলকাতা, উত্তর পূর্ব ও দক্ষিণ ভারত যাওয়ার অনেক ট্রেন এই স্টেশনের উপর দিয়ে যায়। কিন্তু রামপুরহাট জংশনের ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ ছিল দীর্ঘদিনের। এতদিন স্টেশনে ১৬টি সিসি ক্যামেরা ছিল। যার অধিকাংশই দিনের পর দিন খারাপ হয়ে পড়ে থাকত। প্রায়শই এই জংশনে ট্রেনে ওঠার সময় নানা কৌশলে যাত্রীদের মোবাইল, মানিব্যাগ, মহিলাদের গলা থেকে সোনার হার ছিনতাই সহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এছাড়া রয়েছে ওভারহেড লাইন, ব্যাটারি চুরির ঘটনাও। সিসি ক্যামেরার আওতার বাইরে এই ঘটনা ঘটায় দুষ্কৃতীদের ধরা তো দূর, চিহ্নিত করতে সমস্যায় পড়তে হচ্ছিল রেল পুলিসকে। অনেক সময় ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকলেও উন্নতমানের না হওয়ায় কোনও কাজেই আসত না। পুরো স্টেশন চত্বরে সিসি ক্যামেরা না থাকার সুযোগ নিচ্ছিল দুষ্কৃতীরা। তেমনই স্টেশন চত্বরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছিল যাত্রীদের মধ্যে।   


    অবশেষে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কয়েক মাস আগে পূর্ব রেলের সিগন্যাল ও টেলিকম বিভাগের পক্ষ থেকে রামপুরহাট জংশনজুড়ে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়। চলতি মাসে তা চালু করে এই স্টেশনের সুরক্ষা ব্যবস্থা বাড়িয়ে তুলল রেল। রেল সূত্রে জানা গিয়েছে, আগে থাকা ১৬টি সিসি ক্যামেরা সারিয়ে তোলার পাশাপাশি আধুনিক মানের আরও ৪৪টি ক্যামেরা লাগানো হয়েছে। 


    রেলের এক আধিকারিক বলেন, তীর্থভূমি তারাপীঠ থাকায় প্রতিদিন রামপুরহাট জংশন দিয়ে হাজার হাজার যাত্রী যাতায়াত করেন। সেকারণে স্টেশন চত্বর সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। ছবি সরাসরি আরপিএফের কন্ট্রোল রুমে পৌঁছে যাবে। এর ফলে ওয়েটিং রুম, রিজার্ভেশন ও টিকিট কাউন্টার, স্টেশনে ঢোকা ও বেরনোর মূল পথ, প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ এবং বুকিং অফিসে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো যাবে। নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণের জন্য পুরো কন্ট্রোল রুমেরও সংস্কার করা হচ্ছে। প্রশিক্ষণ সেশনের পরে তা হস্তান্তর করা হয়েছে আরপিএকে। 


    প্রেস রিলিজে পূর্বরেল জানিয়েছে, এবছর অক্টোবরে ২০টি স্টেশনজুড়ে অতিরিক্ত ৫৬৮টি অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। যা অপ্টিমাইজড নজরদারির ক্ষমতা নিশ্চিত করেছে। রামপুরহাট স্টেশন ম্যানেজার হাদিউজ্জামান বলেন, এই স্টেশনের যাত্রী সুরক্ষা কয়েকগুণ বেড়ে গেল।
  • Link to this news (বর্তমান)