নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বুধবার দুপুরে পানাগড়ে পরিত্যক্ত গাড়িতে অগুন লেগে চার শিশুর দ্বগ্ধ হয়ে যাওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানাগড়ের রাইসমিল রোডের একটি পরিত্যক্ত গাড়ির ভিতর খেলছিল চার শিশু। হঠাৎই এলাকাবাসী গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে ছুটে আসেন। আটকে পড়া চার শিশুকে উদ্ধার করার চেষ্টা হয়। কোনওরকমে এলাকাবাসীর চেষ্টায় গাড়ি উল্টে তাঁদের বের করা হয়। দু’জন শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে। বাকি দু’জনকে দুর্গাপুরের বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চারজন শিশুই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিস প্রাথমিকভাবে মনে করছে, শিশুরা প্রদীপ নিয়ে খেলছিল। সম্ভবত তা থেকেই গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এসিপি(কাঁকসা) সুমন জয়শওয়াল বলেন, আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি।
পানাগড়ে রয়েছে বিশাল কাওয়াড়িপট্টি। পুরনো গাড়ি কিনে কাটিং করে যন্ত্রাংশ আলাদা করা হয়। কোনওরকম নিরাপত্তা বিধি না মেনেই বড় বড় গাড়ি কাটিংয়ের কাজ চলে। যার জেরে যত্রতত্র গাড়ির খোল পড়ে থাকে। বুধবারও রাইসমিল রোডের একটি গাড়ির খোলে ঢুকে খেলছিল তারা। আগুন লেগে যাওয়ার পর কোনওভাবে গাড়ির বোনেটও বন্ধ হয়ে যায়। শিশুরা গাড়ির ভিতরেই দ্বগ্ধ হতে থাকে। শেষে গাড়ির খোল উল্টে তাঁদের উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় বাসিন্দা পবন দাস ও রেখা গোস্বামীরা বলেন, গাড়িতে খেলার সময়েই এই বিপত্তি। আগুনে ঝলসে গিয়েছে শিশুরা। তাদের উদ্ধার করতে গিয়ে এক বাসিন্দাও জখম হয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ির ইঞ্জিন না থাকলেও গাড়ির সিটের ফোমে প্রদীপের আগুন লেগে যাওয়ায় তা ছড়িয়ে পড়ে।
স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা রিঙ্কু সিং বলেন, উত্তরপ্রদেশ থেকে লোক এসে এখানে কাওয়াড়ির ব্যবসা শুরু করে দিচ্ছে। জনবসতি এলাকায় এই গাড়ি কাটিং কোনওদিন হতো না। সেই সব জায়গায় এই কাজ শুরু হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিজেপি জেলা সহসভাপতি রমন শর্মা বলেন, এটা নিছকই একটা দুর্ঘটনা। এলাকায় শিশুদের খেলার পার্ক নেই বলেই গাড়িতে খেলতে যাচ্ছে।- নিজস্ব চিত্র