• কেষ্ট-কাজল দ্বৈরথের মাঝে কঙ্কালীতলা পঞ্চায়েত পরিদর্শন নানুরের বিধায়কের
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বোলপুর: কেষ্ট-কাজলের মতানৈক্যের আবহে বুধবার সতীপীঠ কঙ্কালীতলা সংলগ্ন কঙ্কালীতলা পঞ্চায়েত পরিদর্শন করলেন নানুরের বিধায়ক বিধান মাজি। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ হানিফ। তবে, তাৎপর্যপূর্ণভাবে প্রধান ছবিরানি সাহা উপস্থিত থাকলেও উপপ্রধান মামুন শেখ সহ ১৮টি অঞ্চলের সদস্যদের দেখা যায়নি। যা নিয়ে চরম জলঘোলা শুরু হয়েছে। বিষয়টি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বিরোধীরা। যদিও বিধায়ক বলেন, সংশ্লিষ্ট পঞ্চায়েতটি নানুর বিধানসভার অন্তর্গত। তাই বিধায়ক হিসেবে এলাকার উন্নয়ন দেখতেই এই পরিদর্শন। ‌এরমধ্যে রাজনীতির কোনও যোগ নেই। 


    কঙ্কালীতলা পঞ্চায়েত বোলপুর-শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত হলেও ভৌগোলিকভাবে এটি নানুর বিধানসভায় অবস্থিত। তবে, একটা সময় পর্যন্ত বোলপুর তৃণমূল কার্যালয়ে থেকেই এই পঞ্চায়েত পরিচালিত হতো। কিন্তু গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জেলবন্দি হওয়ার পর পরিস্থিতি বদলায়। জেলা পরিচালনার জন্য কোর কমিটি গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঠাঁই পান নানুরের দাপুটে নেতা কাজল শেখ। এরপর পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে অভূতপূর্ব ফল করে তৃণমূল। স্বভাবতই রাজ্য নেতৃত্বের কাছে কোর কমিটির গুরুত্ব বাড়ে। ‌এই সময়েই নানুর ও কেতুগ্রাম বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব কাজলের হাতে তুলে দেন খোদ মুখ্যমন্ত্রী। তারপর থেকেই কঙ্কালীতলা পঞ্চায়েতের রাশ কাজলের হাতে আসে। এই সময়ে দলীয় ও পঞ্চায়েত সংক্রান্ত নানা কার্যক্রমে সংশ্লিষ্ট পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখকে কাজলের সঙ্গে থাকতে দেখা যায়। কিন্তু অনুব্রতর প্রত্যাবর্তনের পর পরিস্থিতির ফের পরিবর্তন হয়। কঙ্কালীতলা পঞ্চায়েতের বিভিন্ন প্রান্ত থেকে কাজলের ছবি সরানো হয়। এই ঘটনায় প্রকাশ্যে কিছু না বললেও ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেন জেলা পরিষদের সভাধিপতি। তার পরপরই বিধায়কের এই পরিদর্শনে শুরু হয়েছে গুঞ্জন। বিশেষত, উপ-প্রধান সহ সদস্যদের অনুপস্থিতির বিষয়টি আলাদা করে জল্পনা ছড়িয়েছে। এনিয়ে উপপ্রধান মামুন শেখ বলেন তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের দখলেই রয়েছে। বিধায়ক পদাধিকার বলে পরিদর্শন করতেই পারেন।‌ আমি ব্যক্তিগত কাজে বাইরে রয়েছি। ‌বিধায়কও একই সুরে বলেন, উন্নয়নমূলক কাজ দেখতে এদিনের পরিদর্শন। এর মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যদিও এদিন সতীপীঠ কঙ্কালীতলায় ‘একমুঠো অন্ন’ নামের মানবিক পরিষেবার পোস্টার ছেড়ার প্রতিবাদে মন্দির ট্রাস্ট, সেবায়িত ও স্থানীয়রা প্রতিবাদ মিছিল করেন বলে জানা গিয়েছে। বিষয়টিকে কটাক্ষ করে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের পুরনো রোগ। কঙ্কালীতলার ঘটনা তৃণমূলের অন্দরে ফাটল ধরাবে। 
  • Link to this news (বর্তমান)