সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকে দু’টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দু’টি দেহই উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। বুধবার সকালে কুমারগ্রাম ব্লকের সঙ্কোশ চা বাগানে বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক যুবক। পুলিস জানিয়েছে, মৃতের নাম রাজদীপ ওরাওঁ (২০)।
অন্যদিকে, কুমারগ্রাম ব্লকের বারোবিশার হাউলিপট্টি এলাকায় একটি ট্রান্সফরমারে মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম স্বপনদাস ভগত (৪১)। পেশায় তিনি টোটো চালক ছিলেন।